সিএসইতে লেনদেন ৪৩.০৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৪:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার মোট লেনদেন হয়েছে ৪৩.০৩ কোটি টাকা। ১৪,৮৫৪ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৫০ কোটি শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৫৮.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১৮,৫৭০.৭৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৮.৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৩৫৬.৭৯ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সের ৯.৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছের ১,১৮৭.৮০ পয়েন্টে। সিএসইএসমেক্স ইনডেক্স সূচক ৫১.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩,০২১.২৯ পয়েন্ট।
গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৩,৪৮৩.৪৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাঁড়ায় ১০২,৪২২.৩৯ কোটি টাকায়। সিএসইতে ৩৮২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ৩০৫ টির, এর মধ্যে দাম বেড়েছে ৯৯ টির, কমেছে ১২৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৭৮ টির।

পূর্ববর্তী নিবন্ধঘাতকচক্র বঙ্গবন্ধুর সাথে স্বাধীনতার আদর্শকেও হত্যা করতে চেয়েছিল
পরবর্তী নিবন্ধব্যারিকেড ভেঙে বিক্ষোভে ফিরল ভারতীয় কৃষকরা