সিএসইতে লেনদেন ১৩.৫৪ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৯:০৫ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১৩.৫৪ কোটি টাকা। মোট ৩,১৫৩টি লেনদেনের মাধ্যমে মোট ২৫.৩১ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪৪.১৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৭৮২.৭৪ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ২.৭৪ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩১০.৩৫তে। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৫.৫২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৯২.৪৭ পয়েন্টে। সিএসই এসমেঙ ইনডেক্সের মূল্যসূচক ১৪.০০ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,৭৫৭.২৯ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৮২,৭৩৪.৪৭ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,২০১.৭৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৩ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০১টির। এর মধ্যে দাম বেড়েছে ৬৫টির, কমেছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ৭৬টির।

পূর্ববর্তী নিবন্ধকোচের কারণে দল নষ্ট হচ্ছে বলে অভিযোগ
পরবর্তী নিবন্ধমণিপুরে নতুন করে সংঘাত