সিএসইতে লেনদেন ১৩.৩৮ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ১৩.৩৮ কোটি টাকা। ৩,৫১২ টি লেনদেনের মাধ্যমে মোট ২৮.১৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৪.৯৪ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৬৬০.১৯ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ০.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৪.৯৩ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ১.৯৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৮৩.০১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২.৮৫ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ২,৬৭৬.৮২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৮০,৪৮৭.৭৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,১৯৬.৬২ কোটি টাকা। সিএসইতে ৬৩৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৮ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৮ টির, কমেছে ৬৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৭৬ টির।

পূর্ববর্তী নিবন্ধকার্যক্রম বন্ধ রাখতে সিজেকেএসকে আইনী নোটিশ দিয়েছে মুক্তকণ্ঠ
পরবর্তী নিবন্ধআবাসন সংকটে বিদেশি শিক্ষার্থী কমানোর পরিকল্পনা কানাডার