সিএসইতে লেনদেন ১১.৮৬ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৮ এপ্রিল, ২০২৪ at ৬:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ১১.৮৬ কোটি টাকা। মোট ৩,৯৩২টি লেনদেনের মাধ্যমে মোট ৩০.৯৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৭৮.৫৮ পয়েন্ট কমেছে, যা হলো ১৬,৪৫৯.৫৪ পয়েন্ট এবং সিএসই৫০ মূল্যসূচক ৭.৫৬ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৬৫.৪৬। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২.২০ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭৯.৯২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ২৬.৮৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৩,৪৪৩.৪৬ পয়েন্ট।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৪১,২০৬.৫৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪১,৯৭৬.৭৩ কোটি টাকা। সিএসইতে ৬৩৯ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৩টির। এর মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১০৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

পূর্ববর্তী নিবন্ধভারতের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা
পরবর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে এক বিলিয়ন ডলার শেষ যুক্তরাষ্ট্রের