সিএসইতে লেনদেন ১১.২০ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্ণ

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে লেনদেন হয়েছ ১১.২০ কোটি টাকা। মোট ৫,৯৩৫টি লেনদেনের মাধ্যমে মোট ৪৭.৪৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৯৪.৫৩ পয়েন্ট কমেছে, যা হলো ১৭,৫৫০.৭৮ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ৩.৩৮ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৪২.৭৯ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ০.৬৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৩৩.২৫ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২৮.৫৫ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ৩,০১৮.৯৮ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৭৪২,৮৪০.৯৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪১,৫৫৫.৫২ কোটি টাকা। সিএসই’তে ৬৪১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৩৬টির, এর মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১৭০টির আর অপরিবর্তিত রয়েছে ২২টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারেও জয় পেলো মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধক্ষেপণাস্ত্র হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন জেলেনস্কি