সিএসইতে লেনদেন ১১.১৬ কোটি টাকা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৪:২৭ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১১.১৬ কোটি টাকা। ৪,৭৬৩ টি লেনদেনের মাধ্যমে মোট ৪০.৩৬ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৮.৩৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৬৬৫.১৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.১১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৪.৭৪ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.০৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৮৪.৯৮ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১৮.৯৩ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ২,৬৭৩.৯৬ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৮০,৭০৮.৩২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৭,৩৪৭.৬২ কোটি টাকা। সিএসইতে ৬৩৪ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯০টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ৮২টির।

পূর্ববর্তী নিবন্ধ২২ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চট্টগ্রামের প্রিমিয়ার ক্রিকেট
পরবর্তী নিবন্ধপাপুয়া নিউ গিনিতে ব্যাপক দাঙ্গা, অস্থিরতায় নিহত ১৫