২২ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চট্টগ্রামের প্রিমিয়ার ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৪:২৫ পূর্বাহ্ণ

নানা রশি টানাটানির পর অবশেষে আগামী মাসে মাঠে গড়াচ্ছে চট্টগ্রামের প্রিমিয়ার ক্রিকেট লিগ। ঢাকার খেলোয়াড় পাওয়া যাবেন তেমন অজুহাত তুলে বেশ কয়েকটি ক্লাব চেষ্টা করেছিল এবারের লিগটাকে এ বছরের অক্টোবরে নিয়ে যাওয়ার। কিন্তু সিজেকেএস সাধারন সম্পাদক আ... নাছির উদ্দিনের দৃঢ়তায় সে প্রচেষ্টা সফল হয়নি ক্লাবগুলোর। শেষ পর্যন্ত আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতেই মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সম্ভাব্য একটি তারিখও ঘোষনা করা হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। এর আগে ৩ ফেব্রুয়ারি থেকে হবে দল বদল। গত বুধবার রাতে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সাথে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সিজেকেএস ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর। এরপর প্রথম বিভাগের ক্লাবগুলোর সাথে বৈঠক করে যে সব সিদ্ধান্ত হবে সেগুলো ক্রিকেট কমিটির সভায় পাশ করে তা জানিয়ে দেওয়া হবে নির্বাহি কমিটিকে।

প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু করা নিয়ে যে বিষয়টি সবচাইতে আলোচিত ছিল সেটি হচ্ছে পুল এবং কোটার ক্রিকেটার দলে ভেড়ানো প্রসঙ্গ। চট্টগ্রামের যে সব ক্রিকেটার ঢাকায় প্রিমিয়ার লিগে খেলে থাকে তাদেরকে পুল ভুক্ত করা হয়েছে। সে সব ক্রিকেটারদের মধ্য থেকে চট্টগ্রাম প্রিমিয়ার লিগের দলসমূহ একজন ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে। তবে গত বুধবার রাতের সভায় সিদ্ধান্ত হয় যে, যদি এই পুলের কোন ক্রিকেটার কোন কারণে দলসমূহ নিতে না পারে সে ক্ষেত্রে তার পরিবর্তে ঢাকার একজন ক্রিকেটরাকে দলভুক্ত করতে পারবে। সে চট্টগ্রামের ক্রিকেটার না হলেও চলবে। একইভাবে ঢাকায় প্রথম বিভাগে খেলা চট্টগ্রামের ক্রিকেটারদের মধ্য থেকে দুজনকে দলভুক্ত করতে পারবে দলগুলো। এছাড়া বহিরাগত কোটায় ৭ জন ক্রিকেটারকে রেজিস্ট্রেশন করাতে পারবে দল সমুহ। আর একাদশে রাখা যাবে দুইজনকে। জানা গেছে উপরে দলগুলো অক্টোবরে লিগ করার দাবি করলেও ভেতরে ভেতরে নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভিড়িয়ে নিয়েছে। বেশিরভাগ দলই একরকম ঘর গুছিয়ে নিয়েছে বলে জানিয়েছে দল গুলোর কর্মকর্তারা। তবে বরাবরের মত এবারেও ক্রিকেটারদের সাথে কর্মকর্তাদের একটি শীতল সম্পর্ক তৈরি হয়েছে। ক্লাব কর্মকর্তাদের অভিযোগ ক্রিকেটাররা প্রত্যাশার চাইতেও বেশি অর্থ দাবি করে। ফলে খেলোয়াড়দের পায়ে একরকম শেকল পড়াতে পুল প্রথার আশ্রয় নিয়েছে ক্লাব কর্মকর্তারা। যদিও শেষ পর্যন্ত সেই বেশি দামেই ঢাকায় প্রিমিয়ার কিংবা প্রথম বিভাগ লিগে খেলা চট্টগ্রামের ক্রিকেটারদের দলে ভেড়াতে হয়েছে। তবে পুল করে দেওয়ায় পুলের কয়েকজন ক্রিকেটার হয়তো দল পাবেনা তেমনটি মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। তবে সবকিছু ছাপিয়ে স্বস্তির খবর হচ্ছে মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ।

পূর্ববর্তী নিবন্ধযুব ও ক্রীড়ামন্ত্রী হলেন পাপন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.১৬ কোটি টাকা