পাপুয়া নিউ গিনিতে ব্যাপক দাঙ্গা, অস্থিরতায় নিহত ১৫

| শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৪:২৭ পূর্বাহ্ণ

পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরসবিতে ব্যাপক দাঙ্গা ও অস্থিরতায় অন্তত আটজন নিহত হয়েছে। আরেক শহর লেতে নিহত হয়েছে আরও সাতজন। বেতন নিয়ে অসন্তোষে পুলিশ ধর্মঘট শুরু হওয়ার পর শত শত মানুষ রাস্তায় নেমে এসে দাঙ্গাহাঙ্গামা ও লুটপাট শুরু করে। তারা সুপারমাকেটগুলো লুট করে আর দোকান ও গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। পোর্ট মোরসবি জেলার গভর্নর পউস পার্কোপ রেডিওতে করা এক মন্তব্যে বলেছেন, লুটপাট করছে সুযোগসন্ধানীরা। খবর বিডিনিউজের।

পাপুয়া নিউ গিনির (পিএনজি) সরকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী মোতায়েন করেছে, জানিয়েছে বিবিসি। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর লেতে সহিংসতার বিস্তৃতি পরিষ্কার হয়নি। রেডিওতে দেওয়া ভাষণে পার্কোপ বলেছেন, আমরা আমাদের দেশে নজিরবিহীন দাঙ্গা দেখছি, এর আগে আমাদের দেশ ও শহরের ইতিহাসে এ ধরনের কোনো কিছুই ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.১৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমালদ্বীপের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবে চীন : শি