সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের বিদায় সংবর্ধনা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

পুলিশ কর্মকর্তা মমতাজ উদ্দিন দীর্ঘ ৩৭ বছর ট্রাফিক বিভাগকে সেবা দিয়ে অবসরে গেছেন। তাঁর বিদায় উপলক্ষে সিএমপির ট্রাফিক (উত্তর) বিভাগ ব্যতিক্রমি এক অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মমতাজ উদ্দিনের অবসরজনিত বিদায় সংবর্ধনায় সভাপতির বক্তব্যে ট্রাফিক (উত্তর) বিভাগের উপ কমিশনার জয়নুল আবেদীন বলেন, আমাদের একটা কমন চিন্তাধারা হলো, আইন ততক্ষণই ভালো, যতক্ষণ সেটা আমার উপর প্রয়োগ না হয়। কিন্তু এটাও বোঝা উচিত যে, আমরা সকল মানুষ কিংবা গাড়ির ওপর গণহারে আইন প্রয়োগ করতে পারি না। কয়েকজনের ওপর আইন প্রয়োগ করে বাকিদের সচেতন হওয়ার সুযোগ দেই। এখন যাদের ওপর আইন প্রয়োগ করা হয়, তাদের কাছে পুলিশ সবসময় খারাপ। নয়তো মাঠ পর্যায়ে মানুষকে সরাসরি সেবা দিয়ে থাকি আমরা। মুরাদপুরের ট্রাফিক পরিদর্শক ইস্রাফিল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ। অনুষ্ঠান শেষে ডিসি ট্রাফিক (উত্তর) জয়নুল আবেদীন তার নিজের সরকারি গাড়িতে অবসরপ্রাপ্ত এসিকে কর্মস্থল থেকে বাসায় পৌঁছে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের পুলিশ পরিদর্শক (টিআই) প্রশাসন মো. জহুরুল ইসলাম সরকার, টিআই পাঁচলাইশ তারিকুল ইসলাম, টিআই প্রবর্তক বিপ্লব পাল, টিআই মোহরা মো. মোশাররফ হোসেন, টিআই বায়েজিদ মো. আলমগীর হোসেনসহ ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত সার্জেন্ট এবং কনস্টেবলবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধ২৫-৩০ হাজার টাকা ঋণের মামলায় ১২ কৃষক কারাগারে
পরবর্তী নিবন্ধহাটহাজারীর চারিয়ায় জোড়-ইজতিমা পরিদর্শনে ব্যারিস্টার আনিসুল এমপি