সিএনজি টেক্সি চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:১৩ পূর্বাহ্ণ

নগরীতে সিএনজি টেক্সি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি সিএনজি টেক্সি উদ্ধার করা হয়। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া থানার সুরাইল পশ্চিম পাড়া গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে মো. রফিক (৪০), তার ভাই মো. রকিব ওরফে রাজিব (৪২), কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার সোনাছাগা কাজি বাড়ি গ্রামের মৃত আবদুল ওয়াহাবের ছেলে মো. লিটন (৪০) ও সন্দ্বীপ থানার গাছুয়া মিয়া হাজী বাড়ি গ্রামের মৃত মো. সাইদুল্লাহর ছেলে মো. রফিক (৪৭)।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী আজাদীকে বলেন, শুক্রবার দুপুরে হালিশহর এলাকা থেকে একটি সিএনজি টেক্সি চুরি হয়। গাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি শনিবার সকালে হাটহাজারীর আমানবাজার এলাকা থেকে চুরি হওয়া সিএনজি টেক্সিটি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা ছিল। রোববার (আজ) তাদের আদালতে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধআট উপজেলার জন্য ৮ সাংগঠনিক টিম
পরবর্তী নিবন্ধদুই দোকানিকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা