দুই দোকানিকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

সয়াবিন তেল মজুদ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ মে, ২০২২ at ৫:১৪ পূর্বাহ্ণ

আগে মজুদ করা সয়াবিন তেল নতুন দরে বিক্রির অপরাধে চট্টগ্রামে দুই মুদি দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার সকালে অভিযান চালিয়ে নগরীর চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটের জে আলম অ্যান্ড ব্রাদার্স এবং এস এম এন্টারপ্রাইজ নামের দুটি দোকানকে মোট এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এই দুটি দোকানের মজুদ করা মোট ২ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল উদ্ধার করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটির চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন বলেন, কর্ণফুলী বাজারের দোকান দুটি আগের দরে তেল কিনে মজুদ করে রেখেছিল। তারা খুচরা পর্যায়ে ক্রেতাদের কাছে বোতলজাত সয়াবিন বিক্রিও করছিল না। সীমিত পর্যায়ে বিক্রি করলেও তারা আগে কেনা দামে বিক্রি না করে সরকারের বেঁধে দেওয়া নতুন দরে বিক্রি করছিল।
জে আলম অ্যান্ড ব্রাদার্সের কাছ থেকে দেড় হাজার লিটার এবং এস এম এন্টারপ্রাইজের কাছে পাঁচশ লিটার মজুদ করা সয়াবিন পাওয়া যায়। এর দায়ে জে আলম অ্যান্ড ব্রাদার্সকে এক লাখ ৫০ হাজার এবং এস এম এরন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন। এর আগে শুক্রবার দুপুরে চৌমুহনীর কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দুটি দোকানের গোডাউন থেকে আড়াই হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করা হয়। ওই দুটি দোকানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএনজি টেক্সি চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধগম রপ্তানি বন্ধ করল ভারত