সিআরবি ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান

| রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

সিআরবিতে হাসপাতাল নির্মাণের মধ্য দিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার এক গভীর ষড়যন্ত্র চলছে। প্রাণ-প্রকৃতিতে ভরপুর চট্টগ্রামের ফুসফুস ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়াতে মুক্তিযোদ্ধা, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজের সমাবেশে বক্তারা এই আহ্বান জানান। সমাবেশের ফাঁকে ফাঁকে গান-আবৃত্তি পরিবেশন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিআরবিতে হাসপাতালের নামে অত্যন্ত গোপনীয় কায়দায় ৬০০ শতক রেলভূমি ইজারার মাধ্যমে ধ্বংস করার আয়োজন চলছে। রেলওয়ে হাসপাতালটিকে ননহ্যারিটেজ এলাকা দেখিয়ে পুরো রেলের জায়গাকে আত্মসাৎ করার গভীর ষড়যন্ত্র চলছে।
সমাবেশে বক্তব্য দেন, নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস, জসিমউদ্দীন বাবুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. ইদ্রিস আলী, অধ্যাপক হোসাইন কবির, শাহাজাহান চৌধুরী, আবৃত্তিকার রাশেদ হাসান, বাচিকশিল্পী দিলরুবা খানম, প্রণব চৌধুরী,, খেলাঘরের মোরশেদ আলম চৌধুরী, মাহবুব রহমান, গোলাম মোস্তাফা মুশতাক, হুমায়ুন কবির মাসুদ, ডা. আরকে দাশ রুবেল, মিনু মিত্র, আরফাতুল মান্নান ঝিনুক, নারয়ন দাশ, সাজ্জাদ হোসেন জাফর, মোহাম্মদ সাকিব, এম ইউ সোহেল প্রমুখ। সঙ্গীত পরিবেশন করেন সেবাঘর সংঘের আনন্দ প্রকৃতি, বাবলা চৌধুরী, অমল কৃঞ্চ নাথ, রিপন নাথ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকংকাল নিয়ে প্রদর্শনী কেন্দ্র করতে চায় জাতীয় বিজ্ঞান জাদুঘর
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহত