সাড়ে ৩২ কোটি টাকায় বিসিবির টাইটেল স্বত্ব বিক্রয়

| রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

সমপ্রচার স্বত্বের পর ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত দেশের মাটিতে সব সিরিজের টাইটেল স্বত্ব বিক্রি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশীয় তিনটি প্রতিষ্ঠান ৩২ কোটি ৫৫ লাখ টাকায় কিনে নিয়েছে এই স্বত্ব। আলেশা হোল্ডিংস লিমিটেড, ওয়ালটন ও ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম বিসিবির ভিত্তি মূল্যের চেয়ে বেশি দামেই নিয়েছে টাইটেল স্বত্ব। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার এক সংবাদ সম্মেলনে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টাইটেল স্বত্বের কথা জানানো হয়। এই সময় মাত্রার ম্যানেজিং পার্টনার সানাউল আরেফিন জানান, ৩২ কোটি ৫৫ লাখ টাকায় স্বত্ব কিনে নিয়েছেন তারা। মিরপুরে আজ শুরু হতে যাওয়া সিরিজের আনুষ্ঠানিক নাম ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১, বাংলাদেশ বনাম শ্রীলংকা-প্রেজেন্টেট বাই আলেশা মার্ট, পাওয়ার্ড বাই ওয়ালটন।’

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকেই ফেভারিট মানছেন ডমিঙ্গো
পরবর্তী নিবন্ধমাঠে সাকিবের খেলা দেখতে মুখিয়ে ডমিঙ্গো