বাংলাদেশকেই ফেভারিট মানছেন ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৩ মে, ২০২১ at ৭:০৭ পূর্বাহ্ণ

নিজেদের ঘরের মাঠে বাংলাদেশকেই ফেভারিট মানছেন ডমিঙ্গো। সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার মিরপুর শেরে বাংলায় শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। এবার বাংলাদেশ সফরে এসেছে শ্রীলংকার একটি তরুণ দল।
অন্যদিকে বাংলাদেশ খেলবে পূর্ণ শক্তি নিয়ে। দলে ফিরেছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানদের মতো অভিজ্ঞরা। তাই দেশের মাটিতে বাংলাদেশকেই ফেভারিটের তকমা দিয়েছেন কোচ রাসেল ডমিঙ্গো। তিন ফরম্যাটের মধ্যে টাইগাররা ওয়ানডেতে এমনিতেই শক্তিশালী। ২০১৫ বিশ্বকাপের পর ঘরের মাঠে একটি মাত্র ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। সেটাও ২০১৬ সালে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমাদের গত দুই মাসের ভুল থেকে শিখতে হবে। শুধু অতীতে চেয়ে থাকতে চাই না। সেখান থেকে শিখে তাকাতে চাই সামনে। যদি কাল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে জয়ের সুযোগ সৃষ্টি হবে। ফল তো সব সময় নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু আমরা নিজেদের প্রস্তুতি, ভাবনা ও মানসিকতা নিয়ন্ত্রণ করতে পারি।’ সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানান, তার বিশ্বাস বড় ইনিংস খেলার সামনে আছেন লিটন। ‘লিটনের ওপর আমার অগাধ আস্থা, যাকে আমি মানসম্পন্ন একজন ক্রিকেটার মনে করি। ওর একটু ভাগ্যের সহায়তা প্রয়োজন। এমন পাঁচ-ছয় ম্যাচে খারাপ সব খেলোয়াড়েরই কাটে। আমার ধারণা, বড় ইনিংস খেলার খুব কাছেই আছে সে।’ আপাতত ওপেনিংয়ের জন্য হয়তো লিটনের চেয়ে লড়াইয়ে পিছিয়ে সৌম্য। তবে প্রয়োজনে টপ অর্ডার কিংবা মিডল অর্ডারে এই বাঁহাতি ব্যাটসম্যানকে বিবেচনা করার কথা জানান প্রধান কোচ। সৌম্য দুই ভূমিকাই পালন করার মতো যথেষ্ট ভালো। সে নিচের দিকে ব্যাট করতে পারে আবার টপ অর্ডারেও খেলতে পারে। নিউজিল্যান্ডে সে তিনে ব্যাট করেছে।’ সিনিয়রদের পাশাপাশি তরুনদের বিষয়ে ডমিঙ্গো জানান,‘মুশফিক, তামিম, সাকিব ও রিয়াদের মতো অভিজ্ঞ ক্রিকেটার আমাদের আছে। তবে দু-একজন তরুণকে খুঁজে বের করার চেষ্টা করা ও সুযোগ দেওয়া সবসময় গুরুত্বপূর্ণ। এবার যেমন, আফিফ হোসেনের মতো তরুণ কেউ আসতে পারে এবং প্রভাব রাখতে পারে।’ ‘সিনিয়র ক্রিকেটার থাকার পাশাপাশি তরুণদের উন্নতিও গুরুত্বপূর্ণ। ওই ক্রিকেটাররা তো চিরদিন থাকবে না। চোট আসবে, ফর্মহীনতা থাকবে। এটা তাই নিশ্চিত করতে হবে যেন ক্রিকেটারদের সংখ্যার পরিধি বড় হয়।’ ফিল্ডিং যাচ্ছেতাই হচ্ছে টাইগারদের। ডমিঙ্গোর চাওয়া, ফিল্ডিংয়ের ভুলগুলো ভুলে মানসিকভাবে চাঙা থেকে যেন দল মাঠে নামে। ‘কোনো কোনো দলের অসাধারণ কিছু ফিল্ডার থাকে, কোনো কোনো দলের থাকে কিছু গড়পড়তা ফিল্ডার। ব্যাপারটি হলো সঠিক জায়গায় সঠিক ফিল্ডারকে রাখা। যেমনটি বললাম, ব্যাটিং-বোলিংয়ের মতো ফিল্ডিংও আত্মবিশ্বাসের ব্যাপার। আমাদের নিশ্চিত করতে হবে যেন মানসিকভাবে খুব ভালো অবস্থায় থেকে এই সিরিজে খেলতে নামি। নিজেদের ওপর যেন আস্থা রাখি এবং বিশ্বাস রাখি যে চাপের মধ্যে আমরা ভালো ফিল্ডিং দল।’ শ্রীলংকার দলটি তরুণ হলেও তাদেরকে মোটেও ছোট করে দেখতে রাজি নন ডমিঙ্গো। বরং তিনি অতিথিদের বাংলাদেশের সমান শক্তিধর মনে করেন। তিনি আরো বলেন, ‘আমি মনে করি দুই দলই সমান সামর্থ্যের দল। আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু ঘরের মাঠের সুবিধা অনেক বড় বিষয়। সেদিক থেকে আমরা সিরিজটি ফেভারিট হিসেবেই শুরু করব। আমরা শ্রীলংকাকে ছোট করে দেখতে পারব না। ওদের বেশ কয়েকজন খুবই ভালো ক্রিকেটার আছে। নিশ্চয়ই ওরা নিজেদের সামর্থ্য দেখাতে চাইবে।’

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত টিম লিডার সুজন
পরবর্তী নিবন্ধসাড়ে ৩২ কোটি টাকায় বিসিবির টাইটেল স্বত্ব বিক্রয়