সাহিত্য জগতে তরুণদের এগিয়ে আসতে হবে

মো. নাজিম উদ্দিন | শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

সাহিত্য জগতে তরুণদের এগিয়ে আসতে হবে এ কারণে যে, ডিসেম্বর মাস এলেই আমরা মহান স্বাধীনতা দিবস পালন করি। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন এই স্বাধীনতার মাস। স্বাধীনতা অর্জনে বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের ত্যাগ ভুলবার নয়। এই স্বাধীনতা অর্জনে এদেশের কবি, সাহিত্যিকগণও তাঁদের কলমের শ্রেষ্ঠ ফসল দিয়ে সোনার বাংলা গড়েছেন। তাই স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়াও প্রতিটি সমাজের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সংগঠন ও সংস্থার নৈতিক দায়িত্ব মনে করি। মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে জানাতে হলে, বই প্রেমী করে তুলতে হবে। আমরা জানি, বর্তমানে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজে তরুণদের নানান কাজের সাথে থেকে সাহিত্য চর্চা ও বইপড়ায় এগিয়ে আসতে হবে।
লেখক : সাহিত্য কর্মী।

পূর্ববর্তী নিবন্ধকী এমন তাড়া ছিলো আপনার?
পরবর্তী নিবন্ধতুমি