তুমি

সুতপা চক্রবর্তী | শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

সেইদিন শীতের ভোরটা ছিল
সতেজ স্নিগ্ধ,
চারপাশটা কুয়াশাতে মাখামাখি,
ঘাসের উপর জমে থাকা শিশির বিন্দুরা
উষ্ণ পায়ের স্পর্শ পেতেই আদর
করছিলো যেন!
মিষ্টি রোদ্দুর আলতো চুমুর স্পর্শ এঁকে দিলো গালে!
শীতল ঝিরঝিরে হাওয়া জড়িয়ে নিলো তপ্ত শরীরটাকে
মুহূর্তেই বয়ে গেলো উন্মাদনা !
শান্ত স্থির ভোর কী করে সমস্ত শরীরে ঝড় বইয়ে দিলো!
তুমি?
সত্যি তুমি ছিলে?

পূর্ববর্তী নিবন্ধসাহিত্য জগতে তরুণদের এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধমৃত্যু আজিকে হইলো অমর