সালাহউদ্দিনের ইন্ধনে এমপি জাফরের বিরুদ্ধে দলেরই একটা অংশের ষড়যন্ত্রের অভিযোগ

চকরিয়ায় সংবাদ সম্মেলন

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

আগামী সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় কক্সবাজার১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের বিরুদ্ধে দলেরই একটা অংশ অপপ্রচার শুরু করেছে বলে অভিযোগ আনা হয়েছে। সর্বশেষ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত হওয়া এবং দলের বিভিন্ন ইউনিট সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব থেকে বাদ পড়া গুটিকয়েক জনবিচ্ছিন্ন নেতা এসব অপপ্রচারে নেমেছেন বলে দাবি করা হয়। আর এসবের পেছনে ভারতের শিলংয়ে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ইন্ধন রয়েছে বলে উল্লেখ করা হয় এক সংবাদ সম্মেলনে। গতকাল মঙ্গলবার বিকেলে চকরিয়া পৌরশহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা এবং চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে। লিখিত যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, সাধারণ সম্পাদক মকছুদুল হক চুট্টু, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাইফুদ্দিন খালেদ ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী। সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন সংসদ সদস্য জাফর আলম। এদিকে উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনও পৃথক বিবৃতিতে এমপি ও তার পরিবার সদস্যদের নিয়ে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির ট্রাস্ট সভায় বাজেট অনুমোদন
পরবর্তী নিবন্ধওষুধী গুণের কারণে হলেও বাঁচিয়ে রাখতে হবে রাজকাঁকড়াকে