পোর্ট সিটি ভার্সিটির ট্রাস্ট সভায় বাজেট অনুমোদন

| বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তাহমিনা খাতুনের সভাপতিত্বে গত ১৬ জুন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টের ৪৯ তম ট্রাস্ট (বাজেট) সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২০২৩২৪ অর্থ বছরের ৪১,৮৯,৭৫,০০০ টাকার বাজেট ৩৩ তম সিন্ডিকেট সভার সুপারিশক্রমে উক্ত সভায় উপস্থাপন করেন কোষাধাক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়।

শিক্ষা, গবেষণা, ছাত্র কল্যাণ ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখাতে মোট ১৯,৯৮,৭০,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এ কে এম এনামুল হক শামীম, এমপি , প্রকৌশলী আলহাজ আবুল হাসেম মিঞা, ইপ্সিতা আশরাফী হক, অধ্যাপক ড. এম. মজিবুর রহমান, সেলিম রেজা, মোহাম্মদ আলী আজম স্বপন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, রফিক উল্লাহ, খান মোহাম্মদ আকতারউজ্জামান, এইচ এম বদিউজ্জামান সোহাগ, উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার, এহসানুল হক রিজন (পরিচালক, অর্থ ও হিসাব)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগরীব দুস্থদের মাঝে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ
পরবর্তী নিবন্ধসালাহউদ্দিনের ইন্ধনে এমপি জাফরের বিরুদ্ধে দলেরই একটা অংশের ষড়যন্ত্রের অভিযোগ