সার্ভেয়ার আতিকের বিরুদ্ধে দুদকের মামলা

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

সাড়ে ২৩ লাখ টাকা নিয়ে বিমানবন্দরে ধরা পড়া কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। গতকাল রোববার বিকালে দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন বাদী হয়ে কক্সবাজার থানায় এ মামলাটি দায়ের করেন বলে জানান উপপরিচালক মনিরুল ইসলাম। সার্ভেয়ার আতিক বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন।
দুদক কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলাটি রুজু করা হয়। কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের এটিই প্রথম মামলা বলে জানান তিনি। এ জন্য মামলাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।
সার্ভেয়ার আতিক শুক্রবার সকাল ১০টায় কক্সবাজার বিমান বন্দর থেকে একটি ফ্লাইটে করে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের পর এয়ারপোর্ট পুলিশের হাতে বিপুল পরিমাণ টাকা নিয়ে ধরা পড়েন। পরিচয় নিশ্চিত হয়ে অপর একটি ফ্লাইটে তাকে কক্সবাজারে ফেরত পাঠানো হয় এবং সদর থানা পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধঈদের প্রধান জামাত জিমনেসিয়াম মাঠে সকাল ৮টায়