সারাজীবন সাম্য প্রতিষ্ঠায় কাজ করেছেন কমরেড উজ্জ্বল

নাগরিক কমিটির শোকসভায় বক্তারা

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ কর্মী কমরেড উজ্জ্বল শিকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নাগরিক কমিটির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহবায়ক প্রৌকশলী দেলোয়ার মজুমদার।
নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব মিন্টু চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দিবালোক সিংহ, সাবেক ছাত্র নেতা বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান খান রিয়াদ।
সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম বলেন, শোষণ-বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার সংগ্রামে অগ্রসৈনিক ছিলেন কমরেড উজ্জ্বল শিকদার। চট্টগ্রামের তৃণমূল থেকে উঠে আসা একজন মাটির মানুষ তিনি। প্রগতিশীল আন্দোলনের একনিষ্ঠ যোদ্ধা হিসেবে চষে বেড়িয়েছেন সর্বত্রই। কমরেড উজ্জ্বলের সাথে সকল শ্রেণি-পেশার মানুষের ছিল নিবিড় সম্পর্ক। সারাজীবন সাম্যের স্বপ্ন বুকে নিয়ে কাজ করেছেন।
সভায় আরো বক্তব্য রাখেন, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক শওকত আলী, যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রিপায়ন বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশ্রমিকনেতা শামসুল হক
পরবর্তী নিবন্ধঢেমশা কৃষ্ণ মন্দিরে ধর্মসম্মেলন