ঢেমশা কৃষ্ণ মন্দিরে ধর্মসম্মেলন

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার ঢেমশা কৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী ও সার্বজনীন ৪১তম মহোৎসব উপলক্ষে গত ৮ মার্চ মন্দির প্রাঙ্গণে ধর্মসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি যীশু চৌধুরী। জুয়েল দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাত কুমার দাশ ও মহোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অমল দাশ।
উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ। মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন পাঁচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন তাপস কুমার নন্দী, অধ্যাপক কানু কুমার দাশ,অরুন কান্তি মল্লিক, নারায়ন চন্দ্র মজুমদার, দীপক কুমার পালিত, কাজল কান্তি দাশ, রতন কান্তি দাশ, শিমুল কান্তি দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসারাজীবন সাম্য প্রতিষ্ঠায় কাজ করেছেন কমরেড উজ্জ্বল
পরবর্তী নিবন্ধপটিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির গুণীজন সংবর্ধনা