সাম্য, সৌহার্দ্য আর সংহতিতে পরিপূর্ণ হোক ঈদ আনন্দ : আবদুচ ছালাম

| রবিবার , ১ মে, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম এক বিবৃত্তিতে বলেছেন, ‘রহমত, মাগফিরাত এবং নাজাত প্রাপ্তির বরকতময় মাস রমজান পেরিয়ে মুসলিম উম্মাহর ঘরে ঘরে মহা খুশীর ফোয়ারা নিয়ে এল পবিত্রময় ঈদ উল ফিতর। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমার প্রাণপ্রিয় চট্টগ্রামের আপামর জনগণ ও বিশ্বের সকলের প্রতি রইল ঈদ মোবারক।’

তিনি বলেন, ‘বৈশ্বিক মহামারী কোভিড১৯ করোনার কারণে বিগত দুই বছরের ঈদে আমরা অনেকটা ঘরে বসেই কাটাতে বাধ্য হয়েছিলাম। করোনার অস্বাভাবিক পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠতে পারায় আমরা বাংলাদেশের মানুষ আবারো পূর্বের ন্যায় ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছি। তাই, মহান আল্লাহ্‌ তা আয়ালা রাব্বুল আল আমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। তিনি সার্বক্ষণিক দেশের করোনা পরিস্থিতি তত্বাবধান করেছেন এবং সময়োচিৎ পদক্ষেপ গ্রহণ করেছেন, পর্যাপ্ত ভ্যাকসিন সংগ্রহ করে আপামর জনসাধারণকে সহজে ভ্যাকসিন গ্রহণের সুযোগ করে দিয়েছেন।’

আবদুচ ছালাম বলেন, ‘দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সকল পাপ ও দোষ বিগলিত করে মুক্তির পুরস্কার নিয়ে ঈদ। আমাদের মাঝে সৌহার্দ্যসংহতির বার্তা বয়ে আনে। ঈদ ধনীগরীবের মাঝে বৈষম্য দূর করে সাম্যের কথা বলে। আসুন সকলে হিংসাবিদ্বেষ ভুলে সাম্য, মৈত্রী, সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই। সকলে ঈদের জামাতে ধনী গরীব সকলে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করি। পরিবার, আত্মীয়স্বজন এবং গরীবদুঃখীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিই। শীতিল হয়ে যাওয়া সামাজিক ও আত্মীয়তার সম্পর্কগুলো সজীব ও প্রাণবন্ত করে তুলি। এভাবে, এবারের ঈদের দিনটি ভালো কাটবে এই শুভ প্রত্যাশা রইল। সকলের প্রতি আবারো রইল ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

পূর্ববর্তী নিবন্ধ‘পাহাড়ি জমি দখলে নিতে’ জুমের বাগানে আগুন
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা