সামাজিকতা, মানবিকতা ও রাজনীতির সমন্বয় যদি করি

লায়ন নবাব হোসেন মুন্না | সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

সামাজিকতা, মানবিকতা, রাজনীতি এই তিনটি বিষয়কে যদি সমন্বয় করি তাহলে যার অর্থ দাঁড়ায় অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে মানব কল্যাণে কাজ করা। আমি যেটুকু বুঝি এবং আমার ক্ষুদ্র জ্ঞানে তাই বলে।

কিন্তু বাস্তবতার নিরিখে বর্তমানে যা দেখেছি যেটা বুঝছি সেটা হচ্ছে তিনটি বিষয়কে একসঙ্গে করে কিছু কিছু ‘মানুষ’ নামের অমানুষরাই ক্ষমতা, ধন দৌলত আর প্রভাব বিস্তার করে নারী, গাড়ি,বাড়ি, জমিজমার ইত্যাদি মালিক বনে যাচ্ছে। এমন মানুষগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে আমি সম্পর্ক রাখি না। কারণ এরাই সুবিধাবাদী সিন্ডিকেটভুক্ত কালোবাজারী অর্থলোভী স্বার্থবাজ ঘৃণিত সব ধরনের কাজের সঙ্গে জড়িত। এরাই সমাজ দেশ জাতির জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতি কারক। এরা খুবই ভয়াবহ। দেশের এই পরিস্থিতিতে সর্বদলীয় সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় এমনকি জীবন রক্ষা পণ্য, খাদ্য দ্রব্য সহ, জীবন বাঁচানো জিনিস পত্র সহ হাসপাতাল ক্লিনিক, ঔষধ দাম, ব্যবসা বাণিজ্য এমনকি টেন্ডার জমি বাড়িধর্ষণখুন, মাদক দুর্নীতি সর্বক্ষেত্রেই এমন কোন খাত নেই যেখানেই লুটপাট করছে না, এরা কাউকে তোয়াক্কা না করে প্রতিনিয়ত, এই সব করে যাচ্ছে, কারণ এদের খুঁটি জোর এতোই শক্ত যে এরাই সর্বক্ষেত্রেই অবাধে প্রবেশ করতে পারে, হয়তো টাকার জোরে নয়তো অন্য কোনো পন্থায়। একটু পিছনে ফিরেই তাকালেই দেখতে পাবেন এরাই যুগের পর যুগ এই অপকর্মগুলো করেই আসছে। চামড়া পাল্টানো এক প্রভাবশালী নেতা অনেক আগেই বলেই দিয়ে ছিলেন নব্বই দশকে। সরকারের পর সরকার বদল হয় আমিই শালা বদল হইনা। সময় এসেছে আমরা সম্মিলিতভাবে এদেরকে বয়কট করার, পরিশেষে এটুকু বলবো শুধু সরকারকে সব দোষ দিয়ে চুপ করে থাকার নাম নাগরিক অধিকার নয়। একজন সাধারণ মানুষ হিসাবে আমার এই আর্জি।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসকদের মানবিক মূল্যবোধসম্পন্ন হতে হবে
পরবর্তী নিবন্ধআবার এলো যে সন্ধ্যা