চিকিৎসকদের মানবিক মূল্যবোধসম্পন্ন হতে হবে

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

ডাক্তারি পেশায় নিয়োজিত গুটি কয়েক ডাক্তারের কারণে ডাক্তারি পেশাটা মানব জাতির কাছে বিতর্কের বিষয় হয়ে উঠেছে। অর্থের লোভে মানবসেবাকারীরা বিক্রি হয়ে যাচ্ছেন। রাষ্ট্রের কাছ থেকে চিকিৎসা পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার। মানুষের জীবনে রোগ দুর্ভোগ থাকবেই। স্বাস্থ্যমন্ত্রী প্রায়ই বলেন স্বাস্থ্যসেবা উন্নত হয়েছে। কিন্তু যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন তাদের মানসিকতার পরিবর্তন না হলে চিকিৎসা সেবা কখনোই জনগণের কাছে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছবে না। কিন্তু অসাধু ডাক্তারের কারণে চিকিৎসা পেশার দুর্নাম ছড়িয়ে পড়ছে। সাম্প্রতিককালে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সরকারি মেডিকেল কলেজ থেকে সরকারি টাকা খরচ করে যারা ডাক্তার হচ্ছেন তাদের এক অংশ সাধারণ মানুষের প্রতি কোন দায় অনুভব করেন না। সেবা দানেও আন্তরিক নন। চিকিৎসা বিজ্ঞান আগের চেয়ে অনেক উন্নত ও আধুনিক হয়েছে। কিন্তু বর্তমান মানবিক মূল্যবোধ সম্পন্ন চিকিৎসক গড়ে তোলা সম্ভব হচ্ছে না। এর প্রতিকার দরকার।

এম. . গফুর

বলুয়ার দিঘির দক্ষিণপশ্চিম পাড়, কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআলেকজান্ডার ফ্লেমিং : বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধসামাজিকতা, মানবিকতা ও রাজনীতির সমন্বয় যদি করি