সামনের দিকে পথচলার জন্য

হামিমা জামিল রুমা | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৬:০৭ পূর্বাহ্ণ

একটা জীবনের সফলতা লুকিয়ে থাকে মানুষের ধৈর্য ও পরিশ্রমের উপর।একজন মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য তাকে যা যা করতে হয় সে সবকিছু করতে বাধ্য। সেখানে তাকে অনেক বড় বড় বিপত্তিকে অতিক্রম করতে হয় একাই। একজন মানুষের জীবনে যখন অনেকগুলো বিপত্তিকর সময় আসে তখন তার ভালোবাসার আপন মানুষগুলো ব্যস্ত থাকে নানারকম অজুহাতের ভীড়ে। সেই সময়টাতে নতুন একটা অভিজ্ঞতার মাধ্যমে সে নিজেকে সামলে নিতে বাধ্য থাকে। পরবর্তীতে সে এসবে অভ্যস্ত হয়ে যায়,আর তার কারো উপর আশা রাখার দরকার হয় না। লক্ষ্য ঠিক রেখে সামনের দিকে পথচলার জন্য নিজের ধৈর্য আর আল্লাহর উপর ভরসাই যথেষ্ট।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমের মধুর বার্তা ছড়িয়ে দেব
পরবর্তী নিবন্ধমঈন উদ্দীন খান বাদল : বাংলার ‘রাজনীতির বিদ্রোহী কবি’