প্রেমের মধুর বার্তা ছড়িয়ে দেব

রূপম চক্রবর্ত্তী | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৬:০৭ পূর্বাহ্ণ

বর্তমান যুগের বেশির ভাগ ছেলেমেয়ে ফেসবুক আসক্ত। আমি যখন ছাত্র ছিলাম তখন কোনো বিষয় পাঠ করার পর সে পাঠ নিয়ে ভাবতাম। কিন্তু এখন অনেক ছাত্রকে দেখি যারা পাঠ শেষ করে তারা ফেসবুক গবেষণায় ব্যস্ত থাকে। যারা সম্মানিত শিক্ষক শিক্ষিকা আছেন তারা ছাত্র ছাত্রীকে বুঝাবেন যারা ফেসবুকে ভাল কিছু লিখেন তাদের স্ট্যাটাস পড়ার জন্য। যারা মা বাবা আছেন তারাও তাদের ছেলেমেয়েদের বুঝাবেন যেন ফেসবুক থেকে ভাল কিছু গ্রহণ করে। বহুল প্রচারিত দৈনিক আজাদী পত্রিকা অনেকদিন থেকে শিক্ষ্যণীয় স্ট্যাটাস প্রতিদিন প্রকাশ করছে। দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত স্ট্যাটাসগুলো পড়ার জন্য আমরা আমাদের ছেলেমেয়েদের বলব। আজকে চারদিকের পরিবেশ যদি একটু ভালো করে দেখি তাহলে দেখব আমরা অনেক নীচে নেমে যাচ্ছি। আত্ম অহংকারের কালো থাবায় বিবেক শূন্য হয়ে পড়ছি। বিবেক শূন্যতা মানুষের মানবিক চরিত্রকে কুলষিত করে। বিবেকহীন মানুষ সমাজে বিভিন্ন অনাচার সৃষ্টি করে। অকৃত্রিম ভালবাসা আর মমতায় মানুষ সিক্ত হোক। আমাদের শ্রেষ্ঠ সম্পদ চরিত্র। নির্ভেজাল ভালবাসার রঙে আমরা আমাদের চরিত্রকে সাজিয়ে দিতে পারি। সেই ভালবাসা হবে আমার পরিবার পরিজনের প্রতি। আমার রক্তের মানুষগুলোর প্রতি। ভালবাসায় পূর্ণ হোক পরিবারের বাইরের মানুষগুলোর প্রতি যারা অসহায় জীবন যাপন করছে। পরিশুদ্ধ ভালবাসা শিখা যায় এমন কিছু বিদ্যালয়, কলেজ আমাদের বেশি দরকার। যেখানে সর্ব ধর্ম, বর্ণ মানুষের ভালবাসার কথাগুলো উচ্চারিত হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ক্লাসে কয়েক মিইিঁদুর করে শুদ্ধ মানবতার উপর বক্তব্য রাখার ব্যবস্থা রাখা যায় তাহলে আমার মনে হয় কিছু ভাল মানুষের জন্ম হবে। যারা ভালবাসবে প্রিয় দেশকে। দেশের মানুষকে। পাশাপাশি আমাদের পরিবারগুলোকে একটি আদর্শ পাঠশালা হিসেবে গড়ে তুলতে পারি। ছোটবেলা থেকে ছেলে মেয়েদের মহামানবের জীবনীগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে পারি। মাঝেমধ্যে ক্রাইম পেট্রোলের কাহিনীগুলো দেখি। ক্রাইম পেট্রোলের দৃশ্যগুলো যখন দেখি তখন আমি চিন্তা করি মানুষ দিন দিন কত অমানবিক হয়ে পড়ছে। মানুষ দিন দিন কত বিবেক শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে। মানবিকতার বিপর্যয় হলে সমাজ সুন্দর হয় না। তাই আমি মনে করি প্রকৃত ধর্ম আচরণ মানুষের মানবিক চরিত্রকে সংশোধিত করার মাধ্যমে বিবেকবোধ জাগ্রত করে। ভাল গুণাবলী গ্রহণের মাধ্যমে আমাদের ধর্ম জাগ্রত হবে। আমাদের ভাবতে হবে আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি। আমাদের চিন্তা চেতনার মধ্যে যদি অপরকে ভালবাসার মহাশক্তি জাগ্রত না তাকে তাহলে সমাজে ভাল মানসিকতার সন্তান জন্মগ্রহণ করবে না। সমপ্রদায়গত বিরোধের মাধ্যমে একটি জাতি কখনো উন্নতি করতে পারে না। পরম দয়ালের কাছে প্রার্থনা জানাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মানুষে মানুষে মহা প্রেমের এক সেতুবন্ধন রচিত হোক। যেখানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। মিলন আর প্রেমের মধুর বার্তা চারদিকে ছড়িয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধইঁদুর নিধনে কার্যকর ব্যবস্থা নিন
পরবর্তী নিবন্ধসামনের দিকে পথচলার জন্য