সান্ত্বনা

আনজানা ডালিয়া

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

স্বপ্ন গুলোকে কৌটায় ভরে সযতনে

রেখেছি বুকের ভাঁজে

সে বহুকাল আগে

থাকবে আরো শতকাল

বের করবো না কারণ

আকাশ ছোঁয়ার সাধ্য নেই স্বপ্নগুলোর।

থরে থরে সেজে থাকুক ওরা বুকের সাজিতে।

জং ধরুক, রং ফিকে হোক তবু তো

বুকে জেঁকে বসে আছে

তবু তো বুক টা খালি হবে না,

হু হু করে কাঁদবে না,

শূন্যতাকে সুযোগ দিবে না।

পূরণ হোক বা না হোক বুক জুড়ে আছে স্বপ্ন

এই তো সান্ত্বনা

সান্ত্বনাই তো জীবনের উড়াল পাখি।

পূর্ববর্তী নিবন্ধকলের জীবন
পরবর্তী নিবন্ধস্বপ্ন নিয়ে বুকে