সাতকানিয়া-বাঁশখালীতে গুঁড়িয়ে দেয়া হলো অবৈধ ৫ ইটভাটা

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর, ২০২২ at ১১:৩৪ অপরাহ্ণ

সাতকানিয়া-বাঁশখালীর সীমান্তবর্তী এলাকায় পাহাড়ের পাদদেশে অবৈধভাবে গড়ে ওেঠা ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সাতকানিয়ার চূড়ামণি ও বাঁশখালীর লটমণি এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ইটভাটার চিমনি ও ভাটা গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস।

এসময় আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, নমুনা সংগ্রহকারী চন্দন বিশ্বাস।

গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো সাতকানিয়ার চূড়ামণি এলাকার মেসার্স হযরত আলী ব্রিকস ম্যানুফ্যাকচারারস, মেসার্স মা ব্রিকস ফিল্ড, বিসমিল্লাহ ব্রিকস কোম্পানী, বাঁশখালীর লটমনি এলাকার মেসার্স চৌধুরী ব্রিকস ওয়াকশপ এবং মেসার্স জামাল ব্রিকস ম্যানুফ্যাকচারার্স।

অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, সাতকানিয়ার ছনখোলা, চূড়ামণি ও বাঁশখালীর লটমণি এলাকায় পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা এসব ইটভাটার বৈধ কোনো কাগজপত্র নেই। গুঁড়িয়ে দেয়া ইটভাটাগুলোর পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স নেই। এছাড়া এসব ভাটায় ইট তৈরির কাজে পাহাড়ের মাটি ব্যবহার করা হয়। এখানে এ ধরনের অবৈধ আরো ইটভাটা রয়েছে। এগুলোর বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে পুলিশ পরিচয়ে পর্যটক অপহরণ
পরবর্তী নিবন্ধভারতকে হারিয়ে ফাইনালের পথে শ্রীলঙ্কা