সাতকানিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বর্তমান মেয়র মোহাম্মদ জোবায়ের। রবিবার (১৭ জানুুয়ারি) দুপুর ৩টার দিকে শতাধিক নেতাকর্মী ও সমর্থক নিয়ে মনোয়নপত্র জমা দেন তিনি।
এসময় মোহাম্মদ জোবায়ের বলেন, গত ৫ বছরে সাতকানিয়া পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চেষ্টা করেছি। আগামী নির্বাচনে বিজয়ী হলে ধারাবাহিকভাবে জনগুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত সম্পন্ন করব।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, সদস্য মোস্তাক আহমদ আঙুর, আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব, সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, এডভোকেট সাইফুদ্দিন সিদ্দীকি, মোজাম্মেল হক, এডভোকেট প্রদীপ কুমার, হাজী দেলোয়ার, স্বাচিপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, জেলা পরিষদ সদস্য মো. জসিম উদ্দিন, শাহিদা আক্তার জাহান প্রমুখ।
আগামী ১৪ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে সাতকানিয়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৯ জানুয়ারি। প্রত্যাহার করতে হবে ২৬ জানুয়ারির মধ্যে।