সাড়ে ১২ কোটি টাকা খেলাপী ঋণ, গ্রেপ্তারের পর ব্যবসায়ী কারাগারে

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৪ এপ্রিল, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

সোনালী ব্যাংক লালদীঘি শাখার সাড়ে ১২ কোটি টাকা খেলাপী ঋণ আদায়ের মামলায় মো. জহিরুল হক নামের এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি আগ্রাবাদ দোভাষ লেইনের মেসার্স জার্ক গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে দুপুরে নগরীর হকার মার্কেট এলাকা থেকে অর্থঋণ আদালতের একটি সাজা পরোয়ানামুলে মো. জহিরুল হককে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে ডবলমুরিং থানা পুলিশ।

অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০০৩ সালের মামলা এটি। ২০০৯ সালে ঋণ পরিশোধ করার জন্য আদালত ডিক্রি দেয়। কিন্তু বিবাদী ঋণ পরিশোধ করেননি। এরই ধারাবাহিকতায় বাদী ব্যাংক জারি মামলা দায়ের করলে আদালত বিবাদীর বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানী আটকাদেশ প্রদান করেন। এটিসহ ১৪টি মামলায় মো. জহিরুল হকের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা পায় সোনালী ব্যাংক বলেও জানান বেঞ্চ সহকারী।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-কাতারের মধ্যে পাঁচ চুক্তি ও ৫টি সমঝোতা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৪০ প্রজাতির মাছ প্রসেস করে পাঠানো হচ্ছে ঢাকায়