সর্বস্তরে বাংলা প্রচলনের দাবি

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বক্তারা সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবি জানান।
আইইবি চট্টগ্রাম কেন্দ্র : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত সোমবার চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর কেন্দ্রের মিলনায়তনে প্রকৌশলী সদস্যদের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেনের সভাপতিত্বে প্রকৌশলী এস এম শহিদুল আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ হারুন।
বক্তব্য রাখেন প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী এ এস এম নাসিরুদ্দিন চৌধুরী, প্রকৌশলী এম এ রশীদ, প্রকৌশলী নিখিল রঞ্জন দাশ, প্রকৌশলী রেজাউল করিম, প্রকৌশলী ড. অচিন্ত কুমার চক্রবর্ত্তী, প্রকৌশলী সুভাষ চক্রবর্তী, প্রকৌশলী মো. শাখাওয়াত হোসেন, প্রকৌশলী প্রদীপ বুড়য়া, প্রকৌশলী মাঈন উদ্দিন জুয়েল, চুয়েটের অধ্যাপক ড. প্রকৌশলী জি এম সাদিকুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ আবুল হাশেম, চুয়েটের অধ্যাপক ড. প্রকৌশলী আয়েশা আক্তার।
মোহরা আওয়ামী লীগ : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, একুশ আমাদের অহংকার। একুশের পথ ধরে মহান মুক্তিযুদ্ধ এসেছে। একুশ এবং মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারিত করতে হবে আগামী প্রজন্মের রক্তে। গত মঙ্গলবার মোহরা এবিসি ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ আয়োজিত মোহরা ওয়ার্ড কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সি ইউনিট আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক সওদাগরের সভাপতিত্বে আজম খান ও ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমিন মামুন। বক্তব্য রাখেন এস এম আনোয়ার মির্জা, নুরুল ইসলাম, জসিম উদ্দিন, মো. আজম, শিবু প্রসাদ চৌধুরী, শেখ আহমদ, মো. আলমগীর, জসিম উদ্দিন, তছলিম উদ্দিন, মো. সরোয়ার, কফিল উদ্দিন, মো. পারভেজ, আবুল কাশেম আরজু, মো. আজম, শাহেদুল, আজম সম্রাট, মো. জাফর, মো. ইছহাক, মো. হোসেন, মো. ফারুক, মো. গিয়াস উদ্দিন, ইমাম উদ্দিন, দেলোয়ার হোসেন, মোস্তাফা কামাল, মো. সাইফুল, মো. সাইফুল সুরুজ, মো. মুন্নান, মো. তৌহিদ, রুবেল, লাকী আক্তার প্রমুখ।
আহলে সুন্নাত ওয়াল জামাআত কুয়েত : বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কুয়েত কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় দোয়া মাহফিল সংগঠনের কুয়েতস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি মুহাম্মদ বেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ হারুন, মাওলানা আবু নাছের, মুহাম্মদ মাহবুবুল করিম চৌধুরী, ্‌মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ আনোয়ার, মুহাম্মদ আইয়ুব,সাইফুল, জাফর, খোকন, জাবেদ, ইলিয়াছ, মুহাম্মদ ইসহাক, নাজিম, ইব্রাহিম, হাসান, বাহাদুর প্রমুখ।
আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড যুবলীগ : ৪৩ নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে শেখ রাসেল স্মৃতি সংসদ ৪৩ নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড শাখা কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেলের সভাপতিত্বে ও ইসলাম হোসেন রনির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এম ইলিয়াছ সরকার।বক্তব্য রাখেন আরিফ আহমেদ সুজন, কামাল হোসেন, আব্দুল মান্নান, শিবলু আহমেদ জামাল, এমদাদুল হক বাকের, হোসেন হাজারী, রবিউল হোসেন সোহাগ, বাবলু, আব্দুল কাদের, সোহেল রানা, নয়ন, ডিস মান্নান, শাহাদাত, আওলাদ, ডিএম সুমন, নবী হোসেন, জামাল, মিঠা বাদশা, সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সুজন গাজী, শাহেদ, মামুন, আজম, পলাশ, সাইফুল, সৌরভ হোসেন, ইউসুফ, আলাল, মতিন, হাসান মুন্সি, আজাদ, ছাত্রলীগ নেতা এন এম মহিউদ্দিন, আলমগীর, জহির, রায়হান, আশিক প্রমুখ।
নাজিরহাট কলেজ : নাজিরহাট কলেজে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ অধ্যক্ষ সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদ সালাহ্‌উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন, ইদ্রিচ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান খান, শিরিন আক্তার।
ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয় : হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা প্রধান শিক্ষক সুনীল কান্তি দে’র সভাপতিত্বে মো. ইমাম হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মনজুরুল আলম মঞ্জু। বক্তব্য রাখেন অঞ্জন কুমার চৌধুরী, রতন কান্তি ধর, লায়ন রিমন মুহুরী, সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী নাথ, শিক্ষিকা জলি পারিয়াল, জগন্নাথ চন্দ্র দাশ, সমর রায় নাথ, লিটন কুমার শীল, স্বাতী রাণী শীল, সাকি দেব, রুজী দাশ, সুদিপ্ত চৌধুরী, জয়শ্রী কুণ্ড, লিজা চৌধুরী, তামান্না সুলতানা প্রমুখ।
জুয়েলার্স সমিতি চট্টগ্রাম : প্রভাত ফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার কার্যকরি পরিষদ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি সুধীর রঞ্জন বণিক, সাধারণ সম্পাদক লায়ন প্রণব সাহা, দিলীপ কুমার ধর, হিরন্ময় ধর, প্রদীপ গুহ, হাজী নুরুল হক, কোষাধ্যাক্ষ প্রতাপ ধর, কার্যকরী সদস্য গোপীনাথ বণিক, লায়ন মিনানাথ ধর প্রমুখ।
সাদার্ন ইউনিভার্সিটি : সাদার্ন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপ-উপাচার্য অধ্যাপক এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। এসময় অনলাইনে যুক্ত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের উপদেষ্টা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকসহ কর্মকর্তারা।মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ড.তাসনিমা জান্নাত।
জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর : একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল ৩নং বন্দর এলাকায় এক আলোচনা সভা মোহাম্মদ বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মাহফুজুর রহমান খান। প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। বক্তব্য রাখেন স্টাফ ইউনিয়নের সভাপতি ফেরদৌস আলম, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, ল্যাসিং অনল্যাসিং শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুক্তার ও মো. সোহাগ, কোস্টারহেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল, ডক শ্রমিক ইউনয়নের নেতা চান মিয়া ও জলিল মেম্বার, বার্থ শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার মুন্সি ও দপ্তর সম্পাদক মো. মতিন, উইন্সম্যান কল্যাণ সমিতির মোহাম্মদ মিজান, মার্চেন্ট শ্রমিক নেতা মোহাম্মদ আলম, মো. বজলু।
বোধন : নগরীর শাহ আমানত মার্কেট প্রাঙ্গনে বোধনের পথ আয়োজন একুশ মানে মাথা নত না করা শিরোনামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিউনিসিপ্যাল সিটি কর্পোরেশন মডেল হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বোধন সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। বক্তব্য রাখেন বোধনের প্রতিষ্ঠাতা এড. সুভাষ বরণ চক্রবর্তী, সেলিম আক্তার পিয়াল। বোধনের দপ্তর সম্পাদক তৈয়বা জহির আরশির সঞ্চালনায় একক আবৃত্তি পরিবেশন করেন জাভেদ হোসেন, মৃত্তিকা চক্রবর্তী, যশস্বী বনিক, হৈমন্তী তালুকদার, তুর্ণা দাম, প্রিয়ন্তী বড়ুয়া, কেয়া চক্রবর্তী, সুতপা মজুমদার, তারমিন পুষ্পা, প্রজ্ঞা পারমিতা, লাভলী আক্তার নিশাত, অনিমেষ পালিত, বেনজির বিনতে শওকত, ঋষি পালিত, রাইদা খান, প্রাপ্য দাশ বর্ণ, মলয় কিশোর ভৌমিক, মোহাম্মদ নুরাজ চৌধুরী, নীতিশা চক্রবর্তী, মিথি দাশ, দেবস্মিতা দত্ত, যাওয়াদ আল আহনাফ, প্রনিধি মজুমদার, অর্কদীপ সেনগুপ্ত, অনুরাগ সরকার, জেবা সামিহা, দীপ্তর্ষি সেনগুপ্তা, রায়ান চক্রবর্তী, রাতুল নন্দী, শ্রীজিতা দাশগুপ্তা, প্রতিযশ দে, লাবন্য দেব শ্রেয়া, সোমেশ সেনগুপ্ত, যারীন সুবাহ, সৌম্য সরকার।
৪১নং পতেঙ্গা ওয়ার্ড আ.লীগ: ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলমের উদ্যোগে মাইজপাড়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসাস্থ শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, নুরুল আলম, মোহাম্মদ আলী, আবু তাহের, আশরাফ খোকন, মো. শাহজাহান, মো. ইকরাম, মো. আরিফ, মো. সেলিম, মো. শাহজাহান, আমিনুল ইসলাম, মো. মনসুর, মো. সিরাজুল হক, মো. আসিফ, মো. জিসান, মো. আলী, মো. জামাল, মো. ইসলাম প্রমুখ।
মহানগর মোটর চালকলীগ : মহানগর মোটর চালকলীগের সাধারণ সম্পাদক মো. মোর্শেদ আলম চৌধুরীর নেতৃত্বে সিআরবি রেলওয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন মো. আব্দুর রহমান, মো. শামীম, ইমরান মাহমুদ রনি, মো. সৃজন মাহমুদ, বিধান দাশ, মো. হুমায়ুন কবির, সুমন কান্তি দে, মো. কবির হোসেন মানিক, শহীদুল ইসলাম, বেলাল হোসেন টিপু, মো. কামাল, মো. ইব্রাহীম, মো. আরিফ, মো. আবু বক্কর, মো. ইয়াছিন, রাসেল রাজ, মো. জামাল, ইকবাল হোসেন দুলাল, হায়দার আলী, জাকির হোসেন প্রমুখ।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি : ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মাজেদের নেতৃত্বে নগরের মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন কোম্পানির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
মহানগর মহিলা আওয়ামী লীগ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা শিশু একাডেমী মিলনায়তনে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগের সঞ্চালনায় বক্তব্য রাখেন মমতাজ খান, মালেকা চৌধুরী, খুরশিদা বেগম, হাসিনা আক্তার টুনু, শারমিন ফারুক, হুরে আরা বিউটি, আয়শা আলম, রহমতুন্নেছা, রুখসানা আক্তার, তসলিমা নুরজাহান রুবি, শাহিন আক্তার, জেনিফার, শিরীন আক্তার, আয়েশা ছিদ্দিকা, ঝর্ণা বড়ুয়া, পারভিন আক্তার, কান্তা ইসলাম মিনু, ফেরদৌস বেগম, স্বপ্না আক্তার, শাহীন ফেরদৌস, প্রমুখ।
ইডিইউ : ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি নানা আয়োজন করেছে। ভোরে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খানের নেতৃত্বে প্রভাতফেরির মধ্য দিয়ে ইডিইউ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বোর্ড অব ট্রাস্টি, উপাচার্য, কোষাধ্যক্ষ, তিন স্কুল, ফ্যাকাল্টি, কর্মকর্তা, ক্লাবের ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ভাষা শহীদদের। পরে ইডিইউ লিটারেরি ক্লাবের সদস্যদের তৈরি একুশের দেয়ালিকা উদ্বোধন করেন উপাচার্য।
কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় : কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী। শিক্ষক তনুশ্রীর সঞ্চালানায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, কোহিনুর আখতার, অধিরধর, মঈনুদ্দিন আলী নূর, এড. সাজ্জাদ শরীফ রাসেল, রাজিব দাশ, শাহজাহান প্রমুখ।
বাংলাদেশ ৮৮ : বাংলাদেশ ৮৮ চট্টগ্রাম জেলা প্যানেলের উদ্যোগে উদযাপিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চট্টগ্রাম আই ইনফার্মারি এন্ড ট্রেনিং কমপ্লেঙের ম্যানেজিং ট্রাস্টি, ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর (ডা.) রবিউল হোসেন উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন ডা. মনজুরুল করিম বিপ্লব। সঞ্চালনায় ছিলেন রেজাউল করিম ভুট্টো। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জসীম উদ্দীন মিথুন, শামসুল হুদা কিরণ, মহিউদ্দিন মঈনুল, এম জি মোস্তফা, মহিউদ্দিন আহমেদ, লিয়াকত আলী লাকী, এন এম তালুকদার, মো. জোবায়ের, ডা. আহাদ, ডা. রাজীব, ডা. আরিফ বাচ্চু, মুকুল সিকদার, ফরিদা সেলিম পলি, নারগিস সুলতানা সীমা, ফরিদা দুলারী, জোবায়দা মুন্নী, রীতু পারভী, নাহিদ নাজনীন, হাসিনা মমতাজ জোনাকী প্রমুখ।
মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল : ২১শে ফেব্রুয়ারি মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ বেদীতে ফুলেল শুভেচছা জানিয়েছে ২নং জালালাবাদ ওয়ার্ডের আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতা মো. বাহার উদ্দিন ও মো. সামশুদ্দিন বাদলের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বায়েজিদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ, জসিম উদদীন পাটোয়ারী, আনোয়ার হোসেন, সোহাগ মিয়া, বেলাল হোসেন, মো. সালাউদ্দিন, মো. আবছার, যুবলীগ নেতা মহিউদ্দিন লিটন, মো. মিন্টু, নবি আলম, আবদুর সাত্তার, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাজান, মো. আনোয়ার, মো. নাছির, নুর হোসেন, হানিফ প্রমুখ।
কান্ডারী সংগঠন : কান্ডারী সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপন করা হয়েছে। কান্ডারীর ব্যতিক্রমধর্মী আয়োজনে ছিল- ‘ভাষাকে উপলদ্ধি করি ভাষার মাসে’। এবছরও নগরীর চান্দগাঁও থানার অন্তর্গত মোহরা এএলখান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনার বর্ণমালার মাধ্যমে সুসজ্জিত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কান্ডারী। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ কামরুল হাসান শাকিলের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, অর্থ সম্পাদক ফখরুল সাজ্জাদ, কার্যনির্বাহী সদস্য মিঠু চৌধুরী, অয়ন দাশ, ওমর ফারুক রাসেল, রাশেদুল আলম, অর্ণব মল্লিক, নিশাত, আদনান প্রমুখ।
পতেঙ্গা কাটগড় ব্যবসায়ী সমবায় সমিতি : পতেঙ্গা কাটগড় ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, উপদেষ্টা সাধন দেব, সহ-সাধারণ সম্পাদক মো. হাসান, নিজাম উদ্দিন, মোদাচ্ছের, ইউনুস, নাছির সওদাগর, মহিউদ্দীন, মো. মোজাম্মেল প্রমুখ।
অবিরোধ ফাউন্ডেশন : অবিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আছমা আক্তারের নেতৃত্বে সংগঠনটি বিভিন্ন বাস্তবধর্মী ও টেকসয় পরিকল্পনা নিয়ে আর্তমানবতার পাশে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে সুবিধাবঞ্চিত ও শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে। নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হয় খাদ্যসামগ্রী। এ ছাড়া স্বাস্থ্য সচেতনামূলক কার্যের অংশ হিসেবে পর্যটন এরিয়া গুলুতে ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ করা হয়। ২১ এর প্রথম প্রহরে প্রভাতফেরির মাধ্যমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিতরণ করা হয় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী। আরো ছিল একুশের ছড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
জাফর আহমদ চৌধুরী কলেজ: উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদাপন উপলক্ষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিলুমনি শর্মার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মিসেস হাসিনা জাফর চৌধুরী, প্রধান বক্তা ছিরেন এড. আহমদ সাইফুদ্দীন সিদ্দিকী। বক্তব্য রাখেন অধ্যাপক অজিত কান্তি দাশ, অধ্যাপক মো. হারুনর রশিদ, অধ্যাপক ইয়াকুব নবী সান্টু চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক জালাল আহমদ।
সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম কলেজ: সাতবাড়িয়া অলি আহমদ বীর বিক্রম কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ্‌উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহা্ব আসহাব উদ্দিন আহমদ। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ আবুল বশর ভূঁইয়া।

পূর্ববর্তী নিবন্ধবিভ্রান্তি নিরসনে মেয়রের সহায়তা চান আইনজীবীরা
পরবর্তী নিবন্ধছনহরা অদ্বৈত ধাম ও মিশনে মহোৎসব সম্পন্ন