সরকারের বিরুদ্ধে ‘কথা বলার’ অধিকার চান ফখরুল

| সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

নিজের দলের আন্দোলনকে ‘শান্তিপূর্ণ’ দাবি করে, সরকার পরিকল্পিতভাবে ‘সংঘাতময়’ পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন, কেন সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না? গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক প্রতিবাদী সভায় সরকারের সমালোচনা করে এসব কথা বলেন তিনি। নওগাঁয় র‌্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এ সভা আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। খবর বিডিনিউজের। মির্জা ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করছি, এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এ দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। অত্যন্ত পরিকল্পিতভাবে বিনা উসকানিতে বিরোধী দলের কর্মসূচিতে আক্রমণ করে, আঘাত করে তারা একটা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে চায়।’

সরকারের বিরুদ্ধে কেন কথা বলা যাবে না সেই প্রশ্ন তুলে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ তো সবসময় বলে থাকে তারা সংবিধান মেনে চলবে। সেই সংবিধানে তো পরিষ্কার করে বলা আছে যে, আমার কথা বলার অধিকার দিতে হবে, প্রতিবাদ করার অধিকার দিতে হবে। সরকারের বিরুদ্ধে কেন কথা বলা যাবে না?’

বিএনপি মহাসচিব বলেন, ‘সুলতানা জেসমিনকে রাস্তা থেকে তুলে নেওয়া হয়েছেৃ এটা কোনো সভ্য দেশে হতে পারে না। কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না।এটা আইন, সংবিধানের লঙ্ঘন এবং সম্পূর্ণ বেআইনি।’

পূর্ববর্তী নিবন্ধথেমে নেই চবি চারুকলার শিক্ষার্থীরা বর্ষবরণে গণফান্ড আহ্বান
পরবর্তী নিবন্ধতারেক ও জোবায়দা আইনজীবী পাবেন কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার