সরকারকে যুব সমাজের কর্মসংস্থান করতে হবে

যুবসেনার সম্মেলনে সামাদ

| বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা স উ ম আবদুস সামাদ বলেছেন, করোনা যুব সমাজের হাতের কাজ কেড়ে নিয়েছে। যুব সমাজ আজ সীমাহীন বেকারত্বে ভুগছে। সরকার যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা না করলে দেশে বিপর্যস্ত অবস্থা তৈরি হবে। গত সোমবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নূর নাহার মিলনায়তনে ইসলামী যুবসেনার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন যুবসেনা নগর উত্তর সভাপতি মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন যুবসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম। তিনি বলেন, যুব সমাজ আজ গভীর অবক্ষয়ের শিকার। তাদের হাতে কাজ নেই। অনেকে ইন্টারনেট আসক্তি ও সাইবার ক্রাইমে জড়িয়ে নিজেদের জীবন নিঃশেষ করে ফেলছে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানান। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন নগর ইসলামী ফ্রন্ট নেতা নাছির উদ্দীন মাহমুদ, সংগঠক ফজলুল করিম তালুকদার ও ইসলামী ফ্রন্ট নেতা আব্দুল করিম সেলিম।
স্বাগত বক্তব্য দেন বশির আহমদ চৌধুরী। নগর যুবসেনা সাধারণ সম্পাদক বদরুল হুদা তারেক ও অর্থ সম্পাদক আমির হোসেন লিটুর সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন এমদাদুল ইসলাম কাদেরী, এস এম আবু তালেব, গিয়াস উদ্দিন কাদেরী, মুহাম্মদ শিহাব রেজা, দেলোয়ার হোসেন, আব্দুর রহিম রকি, কফিল উদ্দিন রাসেল, ইসলামী ছাত্রসেনা নগর উত্তর সভাপতি মুহাম্মদ মঈনুদ্দিন কাদেরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ বেলাল রেজা কাদেরী, মুহাম্মদ সাদ্দাম হোসেন প্রমুখ। এর আগে যুবসেনার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি চেরাগী পাহাড় ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাথে ইম্পেরিয়াল হাসপাতালের সমঝোতা স্মারক
পরবর্তী নিবন্ধবাস্থই চট্টগ্রাম চ্যাপ্টারের মতবিনিময় সভা