সময় মানুষের শ্রেষ্ঠ শিক্ষক

মুহাম্মদ আবু হানিফ | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

মানুষের জীবন খুব অল্প সময়ের গণ্ডিতে আবদ্ধ। এই অল্প সময়ের প্রতিটি ক্ষণ যেন মানুষকে নানাভাবে শিখিয়ে দিয়ে যায় অনেক কিছু। মানুষ ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে পতিত হওয়ার মাধ্যমে ভিন্ন ভিন্ন শিক্ষণীয় বিষয়ের সম্মুখীন হয়। পরিস্থিতি মানুষকে কখনো শিক্ষা দেয় কোনো কিছু দিয়ে। আবার কখনো শিক্ষা দেয় কোনো কিছু কেড়ে নিয়ে। পরিস্থিতি কখনো মানুষকে শেখায় কোনো কিছুতে ঠেকিয়ে আবার কখনো শেখায় কারো কাছ থেকে ঠকিয়ে। কখনো শেখায় বিলাসিতার সুখে আবার কখনো শেখায় গভীর বেদনার দুঃখে। কখনো শেখায় কাউকে বিশ্বাসের মায়াজালে জড়িয়ে আবার কখনো অবিশ্বাসের প্রতিদানে। কখনো শেখায় লড়াইয়ে জিতিয়ে আবার কখনো শেখায় হারিয়ে। এককথায় মানুষ বেঁচে থাকার প্রতিটি মুহুর্তেই কিছু না কিছু শিখেই চলে। কখনো শিখে ইচ্ছায় আবার কখনো অনিচ্ছায়। কখনো শিখে আনন্দে আবার কখনো শিখে বিরহে। অর্থাৎ এই শেখা যেন অন্তহীন। যা কোনো প্রতিষ্ঠানিক মাপকাঠিতে ফেলে পরিমাপ করা যায় না। তাই বলা যায় সময় মানুষের শ্রেষ্ঠ শিক্ষক। যা মানুষকে ধীরে ধীরে অনভিজ্ঞ থেকে পূর্ণ অভিজ্ঞ করে তোলে। কারণ সময়ের বেড়াজালে আটকিয়ে মানুষ যা শিখতে পারে তা পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে শিখানো সম্ভব নয়।
লেখক: তরুণ সাহিত্যকর্মী

পূর্ববর্তী নিবন্ধসুখ আর সুখ
পরবর্তী নিবন্ধশূন্যতা