সময়ের দাবি মিটিয়ে আজাদী আজ চট্টগ্রামের মুখপত্র

সালাহউদ্দীন শাহরিয়ার

| বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২৯ পূর্বাহ্ণ

স্বাধীনতাপূর্ব পশ্চিম পাকিস্তানি উর্দু এবং পূর্ব পাকিস্তানের রাজধানী কেন্দ্রিক বাংলা পত্রিকার ভিড়ে আঞ্চলিক পত্রিকা হিসেবে ১৯৬০ সালে প্রতিষ্ঠা এবং এ পর্যন্ত টিকে থাকা সত্যিই কঠিন ছিলো। কিন্তু পাঠক জনপ্রিয়তা অর্জন করে একটি অঞ্চলের পাঠকের চাহিদা মিটিয়ে দৈনিক আজাদী আজ চট্টগ্রামের মুখপত্র হিসেবে জনগণের হৃদয়ে স্থান লাভ করেছে।
আধুনিক প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে জাতীয় পত্রিকার সাথে বর্তমানে পাল্লা দিয়ে আঞ্চলিক পত্রিকার পাঠক জনপ্রিয়তা ধরে রাখা, প্রকাশনা টিকিয়ে রাখা বড়ই চ্যালেঞ্জিং, এমনকি সেই কারণে অনেক আঞ্চলিক পত্রিকা তাদের প্রকাশনাই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।
অথচ আজাদী তার সাংবাদিকতার মান ধরে রেখে এবং পাঠকের চাহিদা পূরণ করে ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে যা সত্যিই প্রশংসনীয়। আগে সকালটা একটু দেরী করেই শুরু হতো কারণ একটাই, পত্রিকাটা হাতে পেতাম দেরীতে। এখন সকালটা শুরু হয় একটু ভোরেই কারণ একটাই, তথ্য প্রযুক্তির উন্নতির কারণে খুব সকালে পড়তে পারি ই-আজাদী।
পাঠকপ্রিয় দৈনিক আজাদী ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জানাই প্রাণঢালা শুভেচ্ছা।

পূর্ববর্তী নিবন্ধআজাদী চট্টগ্রামের প্রাণ
পরবর্তী নিবন্ধদৈনিক আজাদীকে জন্মদিনের শুভেচ্ছা