সময়ের অভিশপ্ত তাণ্ডব

লিপি বড়ুয়া | রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:০৪ পূর্বাহ্ণ

সময় তাঁর নিজস্ব গতিতে চলমান। আমরা চাইলেও সময়কে থামিয়ে দিতে পারব না। আমরা সময়ের সাথে নিজেকে পরিবর্তন কিংবা পরিবর্ধন করতে পারব। খারাপ সময় থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। ভালো সময়কে নিজের কাছে ধারণ করার চেষ্টা করব। আমরা সবসময় সময়ের গুরুত্ব বুঝে নিজের কর্ম সম্পাদন করব। অসময়ের বেড়াজাল ভেঙে সুসময়ের সাথে সামঞ্জস্য রেখে পথ চলতে চেষ্টা করব। সময় কে অবহেলা করলে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হবো। সময় চলে সময়ের হাত ধরে। আমরা সময় সচেতন হয়ে উঠতে প্রতিজ্ঞাবদ্ধ হবো। যাপিত জীবনে সুসময় দুঃসময় দুটোই থাকবে। আমরা দুঃসময়কে সুসময়ের কাছে নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ হিসেবে যেটুকু জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি নির্ভর সম্ভাবনা রয়েছে তাঁর সবটুকু দিয়ে আমরা সুসময়কে ফিরিয়ে আনার অবিরত প্রচেষ্টায় রত আছি।
আমরা এখন একটি অভিশপ্ত সময় পার করছি। মহামারীর তান্ডবতা এখনও জাগ্রত তাঁর অভিশাপ থেকে মুক্ত হতে আরো যে কতটা সময়ের প্রয়োজন তা আমাদের অজানা। মহামারীর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ধর্ষণের ভয়াবহতা। এতটাই জঘন্য পরিস্থিতি তৈরি করেছে তা লিখতে কলম আজ স্তম্ভিত। চোখ দিয়ে যেন আগুনের লেলিহান শিখা সর্বস্তরের মানুষের । ধর্ষক পুরুষ হলেও তাঁর পরিচয় সে ধর্ষক। তাই যারা আজ এই গর্হিত অপরাধের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী সর্বস্তরের জনতা।প্রতিবাদী সকলের জন্য শ্রদ্ধা জানাই। পুরুষ আমার বাবা, পুরুষ আমার ভাই, পুরুষ আমার স্বামী, পুরুষ আমার ভালো বন্ধু। তাই পুরুষ মানে ধর্ষক সেটা আমরা বলতে পারি না। তবে আজকে সময়ের দাবি আমরা ধর্ষক মুক্ত প্রকৃত সোনার বাংলা চাই। আমরা আমাদের কন্যা সন্তান। আমাদের মা বোনদের জন্য নিরাপদ আবাস চাই। ধরিত্রী আজ দ্বিধাগ্রস্ত লজ্জা অবনত।
মাতৃজাতির অসম্মানের প্রতিবাদে উত্তাল দেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ষক দেশের শত্রু। দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। আমরা সবাই চাই নিরাপত্তা চাই পরিচ্ছন্ন স্বদেশ। সকলের এই প্রত্যাশা শীঘ্রই পূর্ণতা লাভ করুক।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ বন্ধে কার্যকর ভূমিকা পালন করতে পারবে একমাত্র পারিবারিক শিক্ষা
পরবর্তী নিবন্ধবিনাশ চাই