সমন্বিত উদ্যোগে যক্ষ্মা নির্মূল সম্ভব ঃ সিভিল সার্জন

বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভা

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও আন্দরকিল্লা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, টিউবারকুলোসিস (টিবি) বা যক্ষ্মা শুধু ফুসফুসের ব্যাধি নয়, এটি মস্তিষ্ক থেকে শুরু করে ত্বক, অন্ত্র, লিভার, কিডনি ও হাড়সহ শরীরের যে কোনো অঙ্গ-প্রত্যঙ্গে সংক্রমণ হতে পারে। বর্তমান সরকার আন্তরিকতার কারণে যক্ষ্মা রোগীদের চিকিৎসায় দেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা সামগ্রী রয়েছে। পরিবারে যক্ষ্মা রোগী থাকলে শিশুসহ অন্য সবাইকে চিকিৎসকের পরামর্শমতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যক্ষ্মা সংক্রমণ থেকে রক্ষা পেতে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত উদ্যোগের ফলে যক্ষ্মা নির্মূল সম্ভব। গতকাল বুধবার নগরীর আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম জেলা বিশ্ব যক্ষ্মা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন অফিস ও সহযোগী সংস্থাসমূহ সভার আয়োজন করেন। সভার পূর্বে সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিশ্ব যক্ষ্মা দিবসের স্ট্যান্ডিং র‌্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।
টিবি ক্লিনিকের কনসালট্যান্ট ডা. মোস্তফা নুর মোর্শেদের সঞ্চালনায় সভায় মূল বিষয় উপস্থাপন করেন বিভাগীয় টিবি এঙপার্ট ডা. বিশাখা ঘোষ। সভায় অতিথি বক্তা ছিলেন, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. আবদুর রব, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল হায়দার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এস এম জাহিদ, আইসিডিডিআরবির মেডিকেল অফিসার ডা. শাওন বড়ুয়া, জামাল আহমদ ও শিবগাতুল আরিফ। শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগাম অর্গানাইজার গাজী মো. নুর হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
পরবর্তী নিবন্ধ‘সব ক্ষেত্রে শুদ্ধাচার কৌশলকে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী’