ফটিকছড়িতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নেচার আহমদ হত্যা মামলা

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৮:১৫ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে আলোচিত নেচার আহমদ হত্যা মামলায় পলাতক মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মাল্যাটিলা গ্রামের হাফেজ দেলোয়ারের ছেলে। গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে এসআই রিদোয়ানুল হক ও এসআই ফখরুল ইসলাম লেলাং নয়াহাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
সম্প্রতি নেসার আহমদ হত্যা মামলার ঘটনায় ৯ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শাহীন, বাবুল, ল্যাডা নাছির, নুরুল ইসলাম, মো. জোবায়ের, দিদার, আবু বক্কর বাঁশি, ইসমাইল ও মো. জঙ্গু। এদের মধ্যে শাহীন ছাড়া বাকি ৮ জন পলাতক ছিল। তবে গতকাল নুরুল ইসলামকে গ্রেপ্তারের পর বাকি ৭ জন পলাতক রয়েছে। তাদের অধিকাংশই দেশের বাইরে বলে থানা সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ২০০৩ সালের ১ নভেম্বর ফটিকছড়ির দক্ষিণ রাঙামাটিয়া গ্রামের নেচার আহমেদকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তার স্ত্রী মোর্শেদা আক্তার বাদী হয়ে ফটিকছড়ি থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে চুয়েট ভিসির শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধসমন্বিত উদ্যোগে যক্ষ্মা নির্মূল সম্ভব ঃ সিভিল সার্জন