‘সব ক্ষেত্রে শুদ্ধাচার কৌশলকে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী’

| বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৮:১৬ পূর্বাহ্ণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী বলেছেন, মুজিববর্ষে করোনা মহামারির কঠিন পরিস্থিতিতেও মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী এবং সুযোগ্য নেতৃত্বে দেশ বিভিন্ন সূচকে এগিয়ে গিয়ে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সব ক্ষেত্রে শুদ্ধাচার কৌশলকে গুরুত্ব দিয়েছেন বলেই দেশ এ পর্যায়ে পৌঁছাতে পেরেছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেবাগ্রহীতারদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীদের শুদ্ধাচার কৌশল যথাযথ ভাবে মেনে চলার আহ্বান জানান। খবর বাংলানিউজের।
সঞ্চালনায় ছিলেন শুদ্ধাচার বাস্তবায়নে ফোকাল পয়েন্ট প্রফেসর মো. জাহিদুল হক। উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি, উপ-পরিচালক মো. তাওয়ারিক আলম। অনুষ্ঠানের বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধসমন্বিত উদ্যোগে যক্ষ্মা নির্মূল সম্ভব ঃ সিভিল সার্জন
পরবর্তী নিবন্ধছাদ ঢালাইয়ের সময় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু