সন্তানদের নিবিড় পর্যবেক্ষণে রাখুন

নেছার আহমেদ খান | বুধবার , ১৮ মে, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

ক্রমেই অচেনা হয়ে উঠছে আমাদের প্রিয় সন্তানেরা মোবাইলইন্টারনেট আসক্তি, মাদকের ছোবল! পরিবারের অমনোযোগিতায় অপরাধ প্রবণ হয়ে উঠছে উঠতি বয়সের ছেলেমেয়েরা। অনাবিল আবেগ ও কল্পনায় ঠাসা কিশোর বয়স। সব যুক্তি, বাস্তবতা আবেগের কাছে হেরে যায়। প্রেমময় আবেগ যেমন উথলে ওঠে, তেমনি ক্রোধ, হিংসার মতো আবেগগুলোর প্রকাশভঙ্গি হয় অনেক সময় অনিয়ন্ত্রিত। একদিকে প্রযুক্তির অপব্যবহার, সাথে মাদকের সহজলভ্যতায় তারা হয়ে পড়ছে একরোখা, বেপরোয়া। চির চেনা নাড়ি ছেঁড়া ধন সন্তান হয়ে পড়ছে অচেনা।

ক্রোধের বশবর্তী হয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। কখনো নিজেই নিজেকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে, কখনো আবার প্রতিপক্ষকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে বা তাকে জন্মের মত শায়েস্তা করতে গিয়ে নানা পন্থা বেছে নিচ্ছে, তৈরি করছে কিশোর গ্যাং। তাদের এ ঔদ্ধত্যকে পুঁজি করছে রাজনৈতিক পরিচয়ধারী কিছু বড় ভাই। অভিভাবকবৃন্দ চিন্তিত, কেন আমার সন্তান ক্রমশ অচেনা হয়ে উঠছে, বাড়ছে দূরত্ব। সমাজ বিজ্ঞানী, মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ থেকে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাগণ সকলেই এর উত্তর খোঁজার চেষ্টা করছেন যে যার মতো করে। তবে একটা বিষয়ে তারা একমত পোষণ করে বলেছেন এটি সামাজিক অবক্ষয়েরই চিত্র। সমাজে থেকেও সামাজিক ভাবনাগুলো তাদের মধ্য থেকে ধীরে ধীরে লোপ পেতে থাকে। জঙ্গিবাদে দীক্ষা, মাদক সেবন, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, ঠকবাজি, প্রতারণা, পকেটমারা,ছিনতাই রাহাজানি ইত্যাদি নানা অপরাধমূলক কাজে তারা ধীরে ধীরে হয়ে ওঠে সিদ্ধহস্ত। একই ভাবে নিজেকে পৃথিবীতে সম্পূর্ণ একা ভেবে বেছে নেয় আত্মহত্যার পথ। সম্প্রতি চট্টগ্রাম, ঢাকাসহ সারা দেশে এ ধরনের অসংখ্য ঘটনা প্রমাণ করে সমন্বিত প্রচেষ্টায় এ সংকট মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে আদর্শ সন্তান লাভে মা বাবাকেই প্রধান ভূমিকা পালন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধহাতের ছোঁয়ায় জাদু আছে!
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে