হাতের ছোঁয়ায় জাদু আছে!

শুভ্র শাকের | বুধবার , ১৮ মে, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

ধরুন সারাদিন মাথাব্যথা নিয়ে শুয়ে আছেন। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে খোদা তায়ালাকে ডাকছেন বারবার। একদণ্ড শান্তি পাওয়ার জন্য কত কি চেষ্টা! ওষুধপত্র, কচি ডাব, এটা সেটা খাচ্ছেন। মাথায় নবরত্ন তেল মাখছেন। বরফের ব্যাগ দিয়েও কাজ হচ্ছে না। শিমুল তুলোর নরম বালিশেও মিলছে না শান্তি। ঠিক সে সময় আপনার মাথায় একটা হাতের ছোঁয়া জাদুর মতো কাজ করতে পারে। চুলের ফাঁকে এ হাতের আঙুল বুলানো আর মাথার উপর আলতো চাপে সব ব্যথা কিভাবে যেন নিমিষেই উধাও হতে শুরু করে। এই সামান্য ছোঁয়ায় যে কি পরিমাণ শান্তি মিলে তা যে অনুভব করেছে সেই শুধু বুঝবে। সে হাত হোক মায়ের, নয়তো আপন যে কারও। এ হাত বড়ই প্রশান্তি দেয়। কারো জীবনে এমন হাতের অভাব না হোক।

.

পূর্ববর্তী নিবন্ধচির বসন্তময়
পরবর্তী নিবন্ধসন্তানদের নিবিড় পর্যবেক্ষণে রাখুন