২০২১ সালে সাত্ত্বিকতার সহিত শারদীয় দুর্গাপূজা সুসম্পন্ন করায় ফটিকছড়ি বারমাসিয় সেবা সংঘকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করে সনাতন সংগঠন।
গত ৪ নভেম্বর বৃহস্পতিবার ফটিকছড়ি বারমাসিয়া শ্যামা কালী মন্দিরে এ ‘সম্মাননা স্মারক’ প্রদান অনুষ্ঠিত হয়।
মাস্টার পার্থ ঘোষের সঞ্চালনায় কৃঞধন শীলের সভাপতিত্বে অুনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুমন বণিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মিল্টন দে ছোটন, মাস্টার বাবলা কুমার দে, ইউপি সদস্য সাধন চৌধুরী, অর্জুন নাথ, অনুপম ভট্টাচার্য, সুমন দে, আদিত্য সৈকত, রুপম ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, দয়াল দে, পারমিতা সরকার, তন্বী দে, প্রনজিত সেন, সুব্রত দে, পায়েল দে, রুবেল কুর্মী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমানে ডিজে নামক অপসংস্কৃতি মন্দিরে প্রবেশ করে পূজার সাত্ত্বিকতাকে বিলুপ্ত করে দিচ্ছে। বেদ বিধি মেনে সঠিক পথে পূজার আয়োজন করাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। সেবা সংঘ যেভাবে এইবারের পূজা আয়োজন করেছে তা পর্যবেক্ষণ করে সনাতন সংগঠন ‘সম্মাননা স্মারক’ প্রদান করেছে।
উল্লেখ্য, গত নবমী পূজার সন্ধ্যায় শারদ অঞ্জলী ফোরাম চট্টগ্রাম জেলা শাখা সাত্ত্বিক পূজা আয়োজনের জন্য বারমাসিয়া সেবা সংঘকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করে।