সদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান

| সোমবার , ২৯ মে, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ’এর নিয়মিত আয়োজন ‘দ্বিমাসিক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান’ গত শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারী হলে। সদারঙ্গের সম্পাদক রাজীব দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। তিনি বলেন, সদারঙ্গের নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানে নবীনদের শিল্পী হয়ে উঠার প্ল্যাটফর্ম। আজকে যারানবীণ শিল্পীরা পরিবেশন করবেন তারা একদিন অনেক বড় শিল্পী হয়ে উঠবেন। বাঁশিতে রাগ দেশ পরিবেশন করেন শিল্পী রাসেল দত্ত। পরে তিনি কীর্তন অঙ্গে ধুন পরিবেশন করেন। তবলায় সঙ্গত করেনঅমিত চৌধুরী দিপ্ত, তানপুরায় ছিলেনমিথিলা দেব। এরপর ইমন রাগে খেয়াল পরিবেশন করেনপ্রফেসর ড. অনিমেশ কুমার চক্রবর্ত্তী। তিনি একতাল বিলম্বিত ও মধ্যলয়ের মাধ্যমে রাগ ইমনের বিস্তারতানগমকযুক্তগমকযুক্ত সুরসংযোগ করেন। তবলায় সঙ্গত করেন রাজীব চক্রবর্ত্তী, হারমোনিয়ামে ছিলেন প্রমিত বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘অ্যানাটমি অব আ ফল’ জিতে নিল স্বর্ণ পাম
পরবর্তী নিবন্ধশুদ্ধ সংগীত চর্চাকে সমৃদ্ধ করছে দোতারার সুর