শুদ্ধ সংগীত চর্চাকে সমৃদ্ধ করছে দোতারার সুর

| সোমবার , ২৯ মে, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দোতারা শিল্পীদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় গত শুক্রবার দিনব্যাপী দোতারা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুরধ্বনি মিউজিক সেন্টারের ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমি ভবনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন দোতারা শিল্পী প্রশিক্ষক অনুপ বিশ্বাস।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গুণী দোতারা শিল্পীরা বহু প্রাচীন কাল থেকে শুদ্ধ সংগীত চর্চাকে সমৃদ্ধ করে চলেছে। তিনি দোতারাকে জাতীয় বাদ্যযন্ত্রের স্বীকৃতি দিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। কন্ঠ শিল্পী সুলতান মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু রায়হান দোলন, চবি’র সহযোগী অধ্যাপক ড. হানিফ মিয়া, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার, মীর রেজুয়ান হোসাইন টিপু, মনজুরুল হায়দার, পার্থ সারথি মুৎসুদ্দি, প্রকৌশলী টিটু কুমার দাশ, শিল্পী সুমন কুমার নাথ প্রমুখ। শেষে দোতারা শিল্পীদের মাঝে সনদ তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসদারঙ্গের শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান
পরবর্তী নিবন্ধট্রিপল ‘এস’ মাস্টার্স ও লিজেন্ড ক্লাবের জয়লাভ