সদস্যদের মাঝে মমতার কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

| শুক্রবার , ২৮ এপ্রিল, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

মমতার পরিচালিত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। পিকেএসএফের সহায়তায় পরিচালিত উক্ত ইউনিটের বিতরণকৃত উপকরণ সমূহের মধ্যে কৃষিতে ৭ জনের মাঝে বঙ্গবন্ধু ধান (বিরি ১০০) ও বিরিধান ৯২ জাতের ধানের বীজ, ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনের উপকরণ, জনপ্রিয় বল সুন্দরী জাতের কুল চাষের উপকরন সামগ্রী, প্রদর্শনীর সাইনবোর্ড ইত্যাদি প্রদান করা হয়।

এছাড়াও প্রানিসম্পদ খাতে ৩ জনকে ২টি করে পাঠা মোটাতাজাকরনের জন্য বিতরণ করা হয় ও ২জনকে দুগ্ধ প্রক্রিয়াজাতকরনের ক্রীম সেপারেটর এবং মৎস্য খাতে ৬ জনকে মাছ চাষের পুকুর তৈরীর জন্য জৈব সার সহ মৎস্য চাষের সংশ্লিষ্ট উপকরণ, পুকুর পাড়ে সবজি চাষের জন্য চারা ও মৌসুমি সবজি বীজ বিতরণ করা হয়। আনোয়ারা উপজেলাস্থ মমতা মালঘর ও চাতুরী শাখা এবং কর্ণফুলী উপজেলার ২০ জন কৃষক ও খামারীর মাঝে এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মু.এনামুল হক, মনজুর হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবের ঈদ পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ৭১ লিটার চোলাইমদসহ আটক ৩