সকল নির্যাতনের বিরুদ্ধে নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে

মহিলা আ.লীগের সমাবেশে হাসিনা মহিউদ্দিন

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:১৭ পূর্বাহ্ণ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইপিজেডে সমাবেশ করেছে নগর মহিলা আওয়ামী লীগ। গত শুক্রবার ৩৮, ৩৯, ৪০ ও ৪১ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ নারী সমাবেশের আয়োজন করা হয়। ইপিজেড থানা মহিলা আ.লীগের সভানেত্রী শারমিন ফারুখ সুলতানার সভাপতিত্বে কামরুন্নাহার বেবী ফারজানা শিরীন মুন্নির যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর মহিলা আ.লীগের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর মহিলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ। বক্তব্য রাখেন ইপিজেড থানা আ.লীগ আহ্বায়ক হাজী হারুন উর রশিদ, পতেঙ্গা থানা শ্রমিক লীগ সভাপতি মোহাম্মদ আলী, ৩৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক হাজী মোজাম্মেল হক চৌধুরী, ৩৮নং ওয়ার্ড আ.লীগ নেতা সরোয়ার জাহান চৌধুরী, সাবেক মহিলা কাউন্সিলর আফরোজা কালাম, সাবেক কমিশনার হাজী মো. আসলাম। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মিসেস হাসিনা মহিউদ্দিন বলেন, সকল নির্যাতনের বিরুদ্ধে নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনারীর প্রতি সহিংসতা রোধে সাইকেল র‌্যালি
পরবর্তী নিবন্ধরাষ্ট্রায়ত্ত সব পাটকল চালুর দাবি