সংসার জীবনে প্রেম ভালোবাসা

মিতা দাশ | শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

কৃষ্ণ রাধাকে ভালোবাসে, তাদের অফুরন্ত প্রেমের কাহিনী এটা সারা সংসারের লোক জানে,এমনকি রাধাও জানে। তবু কেন কৃষ্ণ এত প্রেমের লীলা করেছে? এত ভালোবাসি রাধা, ভালোবাসি রাধা, বলে বলে পাগল করে তুলেছিল রাধাকে?

কারণ, ভালোবাসা এটা যত বলা হয় তত বৃদ্ধি পায় মনে।এটা মনের ভেতর চেপে রাখার বিষয় না। পরিবারে প্রিয়জন যদি জানতেই না পারে তাকে কতটা ভালোবাসে তবে জীবনে সুখী হওয়া যায় না। প্রশ্ন হতে পারে কিভাবে, কখন ভালোবাসার কথা বলবেন? কোন অনুষ্ঠান, উৎসবে কাছে থেকে প্রিয়জনকে আনন্দ দিয়ে, লোকজনের মাঝে সম্মান ও নিরাপত্তা দিয়ে, দুঃখের দিনে হাত ধরে সঙ্গী হয়ে,বিপদে জড়িয়ে ধরে, সুখের দিনে বুকে টেনে, অনেক কাজের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে বলুন ভালোবাসার কথা। প্রতিটি দিন আপনার আচরণ দিয়ে জানিয়ে দিন কতটা প্রেম পরিবারের জন্য,প্রিয় মানুষটার জন্য। তাহলে জীবন ও জীবনসঙ্গী দুই’ই থাকবে আনন্দময়। ভালোবাসার কথা যত বলা যাবে ততই বৃদ্ধি পাবে এই ভালোবাসা। সংসারে সকলে যে যার মতো মনের মাঝে ভালোবাসা চেপে রেখে উপরে শুধু দায়িত্বের বোঝা নিয়ে ও ক্ষমতা প্রদশর্ন করে সম্মান পেতে চান। এটাতে না আসে সুখ না আসে শাস্তি। সংসারে কেউ জানতে পারে না কারো মনের কথা। তখন সামান্য বিষয়ে ও শুরু হয় অশান্তি। তাই সেই স্বয়ং শ্রী কৃষ্ণের দেখানো পথেই সকলের অনুসরণ করা উচিত। মুখ ফুটে প্রকাশ করা উচিত ভালোবাসার কথা। আর সমাজে শান্তি ও আনন্দ আনয়নে প্রিয়জনের মুখে থাকুক ভালোবাসার হাসি।

পূর্ববর্তী নিবন্ধপাখি আমার নীড়ের পাখি
পরবর্তী নিবন্ধএক সত্যব্রতধারী কর্মবীর সত্যরঞ্জন সিংহ