সংকট কাটিয়ে উঠাই আ. লীগের শক্তি

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নাছির

| বৃহস্পতিবার , ২৮ মার্চ, ২০২৪ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সংকট কাটিয়ে উঠাই আওয়ামী লীগের শক্তি। এই শক্তিতে আওয়ামী লীগ বার বার বিজয়ী হয়েছে। আওয়ামী লীগ কখনো পরাভব মানেনি। তিনি পবিত্র রমজানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী দলীয়ভাবে সাংগঠনিক স্তরে ইফতার মাহফিল বাতিল করে ইফতার আয়োজনের সমস্ত বাজেট যাতে গরীব রোজাদার মানুষদের মাঝে বণ্টন করা হয় সেই নির্দেশনা দেন। এতেই মানবতা মুক্তি পাবে। তিনি আরো বলেন, সেবাই ধর্ম। এই সেবাব্রত পালনে আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে। আওয়ামী লীগ ধারাবাহিকভাবে চার মেয়াদে ক্ষমতায় থাকায় যে অর্জনগুলো জাতিকে উপহার দিয়েছে তা যেন আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি। আজকে বাংলাদেশে ভূমিহীন ও গৃহহীনরা জমি ও বাসস্থান পাচ্ছে। এইরকম অর্জন পৃথিবীতে কোথাও নেই। এটাই হচ্ছে স্বাধীনতার মহান প্রাপ্তি।

মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ এর মাঠে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ পূর্বক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি নোমান আল মাহমুদ, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, জাফর আলম চৌধুরী, . নিছার উদ্দীন আহমেদ মঞ্জু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদেশিরা ৭ জানুয়ারির নির্বাচন গ্রহণ করেননি : আমীর খসরু
পরবর্তী নিবন্ধপর্তুগালে যাওয়ার তিন মাস ১১ দিনের মাথায় নিভে গেল সব স্বপ্ন