শ্রেষ্ঠত্বের দাবিদার

টুম্পা ভট্টাচার্য্য | বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

যন্ত্রণা হয় খুব, মানুষ নামের প্রাণী হওয়ার যন্ত্রণা। মাথা নিচু হয়ে আসে, পাশের বাড়ির বিশ্বাসী কুকুরটার চোখে চোখ মিলাতে। ঘৃণায় বিষিয়ে উঠে মন, একটি কাকের মৃতুতে হাজার কাকের শোকের বিলাপ আর ঐক্যবদ্ধতা দেখে। সংকীর্ণ বোধ হয় যখন দেখি চড়ুই আর পায়রাগুলো জোট বেঁধে একই পাত্রে শস্য খায়। খুবই দরিদ্র লাগে,পশু পাখিগুলো সারাদিনের ব্যস্ততার পর যখন নিজ আবাসস্থলে ফিরে যায়, তাদের নেই বাড়তি সঞ্চয়ের চিন্তা, নেই কোনো অসুস্থ প্রতিযোগিতা, নেই কারোকে ঠকিয়ে কোনো উচ্চ বিলাসী স্বপ্ন পূরণের অভিলাস। খুবই অসহায় লাগে, যখন কোনো উচ্চ পদবী উচ্চ বংশ পরিচয় না থেকেও ওরা প্রাণোচ্ছল শান্তিময় থাকে। তবুও ওরা কোনো কোনো সময় আতংকিত হয় আত্মরক্ষার জন্য। মানুষ নামক প্রাণীগুলো থেকে। অস্তিত্বহীন মনে হয় তখন, সংখ্যাগুরু সংখ্যালঘু হিসেবে পরিচয়, ধর্মের বড় বড় পরিচয়, উচ্চ পদবীর পরিচয়, ক্ষমতার পরিচয় সব থেকেও যখন মানুষ বলে পরিচয় দিতে পারি না, তখন সত্যই অস্তিত্বহীন মনে হয়। শ্রেষ্ঠত্বের প্রকাশ যখন খুন, ধর্ষণ, হিংসা, বিদ্বেষ, অহংকার, কপটতা, প্রতারণা, জোর জুলুম দিয়ে প্রকাশ হয় তখন সত্যিই মানুষ নামের প্রাণী হওয়ার যন্ত্রণা হয়। হয়তো মানুষ ব্যতীত অন্যান্য জীবকুল একদিন শ্রেষ্ঠত্বের প্রমাণ করবে। আর উপহাস করে বলবে, তোমরাই তোমাদের শ্রেষ্ঠ করেছো, তোমরাই তোমাদের শ্রেষ্ঠত্ব হারিয়েছো হীনকর্মে।

পূর্ববর্তী নিবন্ধশান্তিময় হোক সবার জীবন
পরবর্তী নিবন্ধবৈশ্বিক প্রেক্ষাপটে নারীর অবস্থা : কামিনীর অবনী