শান্তিময় হোক সবার জীবন

নুসরাত সুলতানা | বুধবার , ৬ জানুয়ারি, ২০২১ at ৬:৪৬ পূর্বাহ্ণ

যুগে যুগে পৃথিবীতে মহামারি এসেছে, ছিনিয়ে নিয়ে গেছে অজস্র লক্ষ কোটি জীবন। তেমনি গতবছর বিশ্বজুড়ে এসেছে করোনা মহামারি। তাই আমাদের সবার কাছে সবচেয়ে বিষাদগ্রস্থ বছর ছিলো ২০২০। করোনা মহামারিতে বিশ্বে লক্ষ লক্ষ (প্রায় ১৮ লক্ষেরও বেশি) মানুষ হারানোর পর আমরা পেতে যাচ্ছি আমাদের জীবন রক্ষাকারী ভ্যাকসিন। হয়তো এ বছর করোনা মহামারি থেকে মুক্ত হবে বিশ্ব। বেঁচে থাকলে আমরা হয়তো স্বাভাবিক জীবন-যাপন করার সুযোগ পাবো আবার। বিশ্বের প্রতিটা দেশেরই প্রায় সকল মানুষকেই এই মহামারিতে পুরো বছরটি গৃহবন্দী হয়ে প্রতিটা মুহূর্ত অজানা আতঙ্ক, আশঙ্কা নিয়ে কাটাতে হয়েছে। থমকে গিয়েছিলো স্বাভাবিক জীবনযাপন। বেঁচে থাকাই ছিল একমাত্র লক্ষ্য। তবু জীবনের প্রয়োজনে আমাদেরকে ঘর থেকে বের হতে হয়েছে, অস্বাভাবিক অবয়বে। স্বাভাবিক জীবনযাত্রা কে সঙ্গী করে আমরা আবার পথ চলবো এ আশা বুকে বেঁধে ২০২০ সালকে বিদায় জানিয়ে নতুন বছর ২০২১ সালকে স্বাগত জানিয়েছি আমরা। সকল দুঃখ-দুর্দশা ভুলে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় আর প্রত্যেককে অনুপ্রেরণা দিতেই হাজির হয় নতুন বছর। তাই শত কষ্টের মাঝে থেকেও আনন্দের সাথে আমরা বরণ করেছি আমাদের নতুন বছর ২০২১ সালকে। পৃথিবীজুড়ে সাধারণত যেখানে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, ধুমধাম আয়োাজন করে নতুন বছরকে স্বাগত জানানো হয়, এ বিষাদগ্রস্ত পৃথিবীতে এবার সে সুযোগ আমরা নেই নি। যারা আনন্দে মশগুল হওয়ার চিন্তা করে তারাও হয়তো মাথায় রেখেছে আমরা অনেক বেশী কিছু হারিয়েছি এই ২০২০ এ। তাই পরিবার-পরিজনকে ভালোবাসাা, আর সন্তানদের আদর-স্নেহ দিয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব দের খোঁজ খবর নিয়ে, প্রত্যেকে যার যার জায়গায় থেকে আমরা নতুন বছরকে বরণ করেছি। মহামারি এখনো আছে, তাই সবাই সুস্থ থাকার চেষ্টা করবো। নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখার চেষ্টা করবো। করোনা মুক্ত হোক পৃথিবী।
আর শুধু মহামারি থেকে মুক্ত হয়েই নয়, সব সময় আমরা আমাদের মনমানসিকতায়, আমাদের আচরণে, আমাদের প্রার্থনায় অন্যের মঙ্গল কামনা করবো। তবেই পৃথিবীটা শান্তিময় বাসযোগ্য আবাস ভূমিতে পরিণত হবে। সকলকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।

পূর্ববর্তী নিবন্ধনতুন সূর্যের প্রতি
পরবর্তী নিবন্ধশ্রেষ্ঠত্বের দাবিদার